BCCI President 11 vs secretary 11 match : বিসিসিআই এজিএমের আগে ইডেনে ব্যাট হাতে সৌরভের পুরনো ঝলক
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
BCCI President 11 vs Secretary 11 match at Eden gardens before AGM. ইডেনে বিসিসিআই এজিএমের আগে ব্যাট হাতে সৌরভের পুরনো ঝলক,খেললেন আজহারউদ্দিন থেকে সচিব জয় শাহ
advertisement
1/6

সেই চেনা কভার ড্রাইভ। সবুজ মাঠের বুক চিরে পৌঁছে যাচ্ছে বাউন্ডারির বাইরে। ভিন্টেজ সৌরভ
advertisement
2/6
বাপি বাড়ি যা। স্টেপ আউট করে ছক্কা পৌঁছে গেল গ্যালারিতে। বয়সটা বেড়েছে শুধু। স্কিল একই রয়েছে সৌরভের।
advertisement
3/6
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনা ব্যাট করার সময়। যতক্ষণ মাঠে ছিলেন ফ্ল্যাশব্যাকে নস্টালজিক হতে বাধ্য ক্রিকেটপ্রেমীরা। ক্লাস ইস পার্মনেন্ট
advertisement
4/6
মহম্মদ আজহারউদ্দিন। এক সময় ইডেনের বেতাজ বাদশা। নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাকফুটে স্কয়ার কাট করার চেষ্টা।
advertisement
5/6
বিসিসিআই সচিব জয় শাহ তিনটি উইকেট নিলেন বাঁহাতি স্পিনার হিসেবে। ব্যাট হাতে অপরাজিত থাকলেন ১০ রানে। মন্দ খেলেন না ক্রিকেট।
advertisement
6/6
পয়েন্ট দিয়ে স্কয়ার কাট ছিল সৌরভের ইনিংসে। পুরনো টাইমিং যেন কিছুই হারাননি। ৩৫ রান করে ফেললে বেরিয়ে যাওয়ার নিয়ম। মজা করে বসে পড়েছিলেন পিচের ওপর