Tamim Iqbal Retires: রোহিত শর্মার লোপ্পা ক্যাচ ফেলে ভয়ঙ্কর ট্রোলড, সেই তামিম ইকবাল অবসর নিলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tamim Iqbal Retires: টি-২০ বিশ্বকাপের কয়েক মাস আগে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেটে। দলের নির্ভরযোগ্য ওপেনার অবসর নিলেন।
advertisement
1/6

২০১৯ বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। আর এমন স্মরণীয় ম্যাচ কি না তাঁকে দুঃসহ যন্ত্রণা দিয়েছিল।
advertisement
2/6
সেদিন এজবাস্টনে রোহিত শর্মার লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন তামিম। রোহিত তখন ৯ রানে ব্যাটিং করছিলেন। তামিম তাঁকে জীবনদান করায় রোহিত ১০৪ রানের ইনিংস খেলে দেন। ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৩১৪ রান।
advertisement
3/6
সেদিনের ম্যাচে জবাবে বাংলাদেশ ৪৮ ওভারে ২৮৬ রান তুলেছিল। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ভারতের কাছে এই হারের জন্য তামিমকেই কার্যত দায়ী করেছিলেন। সেই তামিম ইকবাল এবার টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন।
advertisement
4/6
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তামিম বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
advertisement
5/6
জানুয়ারি মাসে তিনি টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। তার পর থেকেই তামিমের টি-২০ ভবিষ্যত্ নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন তামিম ফেসবুকে ছোট্ট পোস্ট করে লিখলেন- ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা কবেন। সবাইকে ধন্যবাদ।’
advertisement
6/6
সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে তামিম ইকবালের এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের অনেকেই অবাক। দলের নির্ভরযোগ্য ওপেনার তিনি। এখন বাংলাদেশ বোর্ডকে তামিমের বিকল্প খুঁজতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, টি-২০ বিশ্বকাপের আর কয়েক মাস বাকি।