TRENDING:

Team India: বিশ্বকাপ ফাইনাল হারের পর ফের খারাপ খবর! বাজে সময় পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার

Last Updated:
Bad News For Team India after Lost World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এখনও হতাশ ভারতীয় খেলোয়াররা। বিশ্বকাপ ফাইনালের ৪ দিনের মধ্যেই ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে টি-২০ সিরিজ। কিন্তু তার আগে ফের খারাপ খবর ভারতের জন্য।
advertisement
1/6
বিশ্বকাপ ফাইনাল হারের পর ফের খারাপ খবর! বাজে সময় পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এখনও হতাশ ভারতীয় খেলোয়াররা। বিশ্বকাপ ফাইনালের ৪ দিনের মধ্যেই ফের মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু তার আগে ফের খারাপ খবর ভারতের জন্য।
advertisement
2/6
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এনসিএ-তে তাঁকে তড়িঘড়ি সুস্থ করে সেমিফাইনালের আগে দলে ফেরানোর চেষ্টা করা হলেও শেষমেশ তা হয়নি।
advertisement
3/6
প্রথমে হার্দিকের চোট হাল্কা মনে করা হলেও পরে জানা যায় চোট গুরুতর। গ্রেড ওয়ান লিগামেন্ট ছিঁড়েছে তারকা ক্রিকেটারের। মাঝে হার্দিককে এনএসিএ-তে বোলিং অনুশীলন করানো হয়। তখনও ব্যথা অনুভব করেন তিনি। ৩ বলের বেশি বোলিং করেননি।
advertisement
4/6
ফলে চিকিৎসকদের এখন ধারণা হার্দিকের চোট সারতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। তবে কবে হার্দিক মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তা নিয়ে ফ্যানেদের কৌতুহল রয়েছে।
advertisement
5/6
অবশেষে জানা গেল হার্দিক মাঠে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের চোটের যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না হার্দিক। ডিসেম্বরে দক্ষিণ সফর ও নতুন বছরে আফগানিস্তান সিরিজেও পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। হার্দিক এখন টেস্ট খেলেন না।
advertisement
6/6
হার্দিকের বর্তমানে চোট সারলেও রিহ্যাব চলছে। ফলে পুরোপুরি সুস্থ হতে এখনও কম করে মাস পাঁচেক সময় লাগবে। পরিস্থিতি যা তাতে আগামী বছর মার্চ-এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না হার্দিক। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আইপিএল থেকে মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া।
বাংলা খবর/ছবি/খেলা/
Team India: বিশ্বকাপ ফাইনাল হারের পর ফের খারাপ খবর! বাজে সময় পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল