ভারতীয় দলে আবার বিয়ের সানাই! কেএল রাহুল ছাড়া এই অলরাউন্ডারেরও বিয়ে
- Published by:Suman Majumder
Last Updated:
KL Rahul Axar Patel Getting Married: একা কেএ রাহুল নন, টিম ইন্ডিয়ার আরও এক তারকা ক্রিকেটারের বিয়ে এই মাসেই।
advertisement
1/7

কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে। মিডিয়া রিপোর্টস বলছে, ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় দলের ওপেনার। টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটারেরও বিয়ে।
advertisement
2/7
বিয়ে করতে চলেছেন ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে বিয়ের দিন কবে তা এখনও জানা যায়নি।
advertisement
3/7
মেহা প্যাটেলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অক্ষর প্যাটেল। বেশ কিছু মিডিয়া রিপোর্টস বলছে, চলতি মাসের শেষেই বিয়ে তাঁদের।
advertisement
4/7
বদোদরার জেড গার্ডেনে ২৬ জানুয়ারি বিয়ে অক্ষর প্যাটেলের। আপাতত খবর এমনই।
advertisement
5/7
সঙ্গীত সেরিমনি, হলদি সেলিব্রেশন,রিসেপশন- সবই চলবে ২ দিন ধরে। অর্থাৎ ২৬ ও ২৭ জানুয়ারি।
advertisement
6/7
এক বছর আগে অক্ষর ও মেহার বাগদান হয়েছিল। জানা যায়, কয়েক বছর আগে মেহার জন্মদিনে তাঁকে প্রোপোজ করেছিলেন অক্ষর।
advertisement
7/7
অক্ষর ও কেএল রাহুল প্রায় একই সময়ে বিয়ে করবেন। তবে সেই সময় ভারতীয় দল সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে ভারতীয় দলের ক্রিকেটাররা তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।