Indian Cricket Team: ভারতের এই কয়েকজন ক্রিকেটারের কাজ হবে বেঞ্চ ‘গরম’ করা, তাও ‘যোগ্য’দের বাদ দিয়ে কোন কোন অযোগ্য দলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team: এই প্লেয়ারদের ভবিষ্যত কি, ১৫ জনের দলে এশিয়া কাপে এই কজনের কাজ কী হবে
advertisement
1/9

মুম্বই: এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার কড়া ঢেউ। কোন ভিত্তিতে প্রাথমিক ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে তার মানে অনেকেই আঁচ করতে পারছেন না৷ কেউ কেউ অবাক, কেউ কেউ হতাশ। কিন্তু যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে এমন প্লেয়ারদেরও পছন্দের কোটায় তুলে নেওয়া হয়েছে জানেন তাঁরা কোনওদিনই প্রথম একাদশে সুযোগই পাবেন না৷ অথচ এঁদের জায়গা দিতে গিয়ে নায্য দলে প্লেয়িং ইলেভেনে জায়গা হয় এমন ক্রিকেটারকে জাস্ট নাম কেটে দেওয়া হয়েছে৷
advertisement
2/9
দলে কে জায়গা পাবে এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু এখন পরবর্তী প্রশ্ন হল ১৫ জন খেলোয়াড়ের মধ্যে কোন ১১ জন মাঠে নামবেন এবং কাদের তাদের পালার জন্য অপেক্ষা করতে হবে।
advertisement
3/9
সঞ্জু স্যামসন: দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকর নিজেই এই ইঙ্গিত দিয়েছিলেন যখন তিনি সঞ্জু স্যামসন-র জায়গায় জিতেশ শর্মার নাম ঘোষণা করেছিলেন। তিনি আরও বলেন যে গিল এবং যশস্বী টেস্ট ক্রিকেটে মনোযোগী থাকার কারণেই সঞ্জু গত এক বছর ধরে টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে আসছে।
advertisement
4/9
গিলের দলে অন্তর্ভুক্তির পর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন এবং জিতেশ শর্মা উইকেটরক্ষক হিসেবে খেলবেন।
advertisement
5/9
রিঙ্কু সিং: সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি কোনওভাবেই প্লেয়িং ইলেভেনে আসবেন না তা নিশ্চিতভাবে বলাই যায়৷ এমনকি ১৫ জনের দলেও লবির জোরেই দলে রিঙ্কু সিং-র নাম দলে এসেছে৷ সন্দেহ নেই যে সে একজন প্রতিভাবান ব্যাটসম্যান, কিন্তু সে টিম কম্বিনেশনে মোটেও মানানসই নয়।
advertisement
6/9
হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের মতো ফিনিশারদের কারণে, তিনি কোনওভাবেই প্লেয়িং ইলেভেনে জায়গা পেতেন না, তাই রিঙ্কুর জায়গায় শ্রেয়স আইয়ারকে দলে অন্তর্ভুক্ত করতে হত কিন্তু তাঁর নাম কোনওভাবেই দলে রাখেননি নির্বাচকরা৷
advertisement
7/9
হর্ষিত রানা: জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের প্লেয়িং ইলেভেনে জায়গা নিশ্চিত বলে মনে হচ্ছে, তাই হর্ষিতকে তাঁর পালা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দলে হার্দিক পান্ডিয়ার মতো আরেকজন পেস আক্রমণের বিকল্প আছে।
advertisement
8/9
বাঁহাতি পেসার আর্শদীপ দলে এক্স ফ্যাক্টর নিয়ে আসে, তাই তাকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।এছাড়াও, শিবম দুবেও প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি...ব্যাকআপ: সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হর্ষিত রানা
advertisement
9/9
এশিয়া কাপের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা, শিভম দুবে, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, তিলক ভার্মা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব