অশোকনগরে ফুটবল টুর্নামেন্টে অভিনব নিয়ম, ভবিষ্যৎ গড়বে খেলোয়াড়দের! খুশি সব মহল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
অশোকনগর-হাবড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল অশোকনগর সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা। আইপিএলের ধাঁচে নিলামের মাধ্যমে দল গঠন করে এই লিগের আয়োজন করা হয়েছে।
advertisement
1/6

অশোকনগর-হাবড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল অশোকনগর সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা। আইপিএলের ধাঁচে নিলামের মাধ্যমে দল গঠন করে এই লিগের আয়োজন করা হয়েছে। গত মাসে অনলাইনে ফুটবলারদের নাম নথিভুক্ত করা হয়। এরপর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিলামে নয়টি দল দর কষাকষি করে ১৬ জন করে খেলোয়াড় কিনে নেয়। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এদিন অশোকনগরের হরিপুর মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার মহম্মদ রফিক, শাহিল হরিজন, লালকমল ভৌমিক, অসীম বিশ্বাস, জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
advertisement
3/6
অশোকনগর সুপার লিগের সম্পাদক রাজর্ষি ঘোষ জানান, মোট নয়টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনাল পর্বে পৌঁছবে শীর্ষস্থানীয় দলগুলি।
advertisement
4/6
আয়োজক সুবীর চন্দ ও অংশুমান রায় বলেন, এই লিগের মাধ্যমে জেলার প্রতিভাবান ফুটবলারদের সামনে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাবড়া, অশোকনগর, গোবরডাঙা, গাইঘাটা, আমডাঙা ও দত্তপুকুর এলাকার ফুটবলারদের পাশাপাশি রাজ্যের অন্য প্রান্তের দু’জন খেলোয়াড়কে প্রথম একাদশে রাখা যাবে।
advertisement
5/6
তবে প্রথম একাদশে অন্তত একজন অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়কে রাখা বাধ্যতামূলক। যদিও বিদেশি বা অন্য রাজ্যের খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি নেই। ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং অশোকনগরের বাসিন্দা অসীম বিশ্বাসকে এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে।
advertisement
6/6
অসীম বিশ্বাসের কথায়, ফিফার নিয়ম মেনে প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় যেমন উঠে আসবে, তেমনই ফুটবলারদের মধ্যে পেশাদার লিগ সম্পর্কে ধারণাও তৈরি হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা - এই লিগ নতুন ফুটবল প্রতিভা তুলে আনবে এবং অশোকনগরকে জেলার ক্রীড়া মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)