Australian Open 2022: ৪৪ বছর পর অজি হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব অ্যাশলে বার্টির
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ashleigh Barty Wins Australian Open 2022: ১৯৭৮ সালের পর আবার এক অজি অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন।
advertisement
1/5

২০১৯ সালে ফরাসি ওপেন এবং গত বছর উইম্বলডন জয়ের পর এবার অস্ট্রেলিয়ান ওপেন। তবে গতবার সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার আর কোনও ভুল করলেন না অ্যাসলে বার্টি।
advertisement
2/5
নিজের কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। তবে এই জয় তাঁর কাছে স্পেশাল হয়ে থাকবে। কারণ ৪৪ বছর পর আবার একজন অজি হিসেবে অ্যাসলে বার্টি ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন।
advertisement
3/5
মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিলেয়ন কলিন্সকে এক ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ের পর স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (২) হারান অ্যাসলে বার্টি
advertisement
4/5
১৯৭৮ সালের পর ২০২২ সালে আবার কোনও অজি দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। সব থেকে মজার ব্যাপার, এবার গোটা স্ল্যামে একটিও সেট না খুইয়ে খেতাব জিতলেন অ্যাশলে বার্টি।
advertisement
5/5
বিশ্বের এক নম্বর মহিলা সিঙ্গেলস তারকা অ্যাশলে বার্টি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে আগাগোড়া দাপট নিয়েই খেলেছেন।