IND vs SA: করে দেখাল ইডেন গার্ডেন্স, টেস্ট ক্রিকেটের মরা গাঙে জোয়ার আনল ক্রিকেটের নন্দনকানন
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
IND vs SA 1st Test: কে বলেছে টেস্ট ম্যাচ দেখতে দর্শক আসে না। লাল বলের ক্রিকেটের প্রতি মানষের উৎসাহ কমছে? ক্রিকেটের নন্দন কানন সবকিছুকে মিথ্যে প্রমাণ করল।
advertisement
1/6

কে বলেছে টেস্ট ম্যাচ দেখতে দর্শক আসে না। লাল বলের ক্রিকেটের প্রতি মানষের উৎসাহ কমছে? ক্রিকেটের নন্দন কানন সবকিছুকে মিথ্যে প্রমাণ করল।
advertisement
2/6
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনই ইডেন গার্ডেন্সে দেখা গেল নজরকাড়া ভিড়। যা সচরাচর টেস্ট ক্রিকেটের প্রথম দিন দেখা যায় না।
advertisement
3/6
সকালের খেলা শুরু হওয়া সময় মাঠ ফাঁকা-ফাঁকা থাকলেও যত সময় গড়িয়েছে ততই ইডেনে বেড়েছে কালো মাথার ভিড়। শোনা গিয়েছে দর্শকদের সেই চেনা গর্জন।
advertisement
4/6
ভারতের অন্যান্য মাঠে টেস্ট ম্যাচে যা দেখা যায় না, ইডেনে দেখা গেল সেটাই। টেস্ট ক্রিকেটের মরা গাঙে জোয়ার আনল ক্রিকেটের নন্দনকানন। সপ্তাহ শেষে শুক্রবার কাজের দিনে এমন ভিড় সত্যিই প্রশংসনীয়।
advertisement
5/6
এখনও পর্যন্ত যা খবর তাতে প্রায় ৪০ হাজার লোক হয়েছে ইডেন টেস্টের প্রথম দিনে। দর্শকদের এই সমর্থনের কারণ হিসেবে বলা যেতেই পারে ৬০ টাকার টিকিটই মাস্টার স্ট্রোক। শনি-রবিবার ছুটির দিন ইডেনের গ্যালারি হাউসফুল হলও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
6/6
প্রথমদিন টেস্ট ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়। শনি-রবিবার আরো বেশি মানুষ আসবেন বলেই বিশ্বাস করেন সিএবি সভাপতি।