TRENDING:

Ajinkya Rahane Love Story: শুধু প্রেম প্রেম! অজিঙ্কা রাহানের বিয়ের গল্প হার মানাবে যে কোনও Love Story-কে

Last Updated:
Ajinkya Rahane Love Story|Radhika Dhopavkar|Team India|Indian Cricket Team|BCCI|Rahane's Love Life: বিয়ের পোশাক নিয়ে বড়সড় সত্য প্রকাশ্যে! এই পোশাক পরেই রাহানে করতে গিয়েছিলেন বিয়ে
advertisement
1/8
শুধু প্রেম প্রেম! অজিঙ্কা রাহানের বিয়ের গল্প হার মানাবে যে কোনও Love Story-কে
ভারতীয় ক্রিকেটার আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) ও রাধিকা ধোপারকর (Radhika Dhopavkar) একই স্কুলে লেখাপড়া করতেন ৷ তারপরেই বন্ধুত্ব, প্রেম অবশেষে বিয়ে ৷ দু'জনের বাড়ি পাশাপাশি ছিল ৷ ফলে সেই সূত্রেই বন্ধন আরও দৃঢ় হতে থাকে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
রাহানের (Ajinkya Rahane) স্ত্রী রাধিকা (Radhika Dhopavkar) অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতে ভালবাসেন ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়া থাকেন সর্বদা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) ২৬ সেপ্টেম্বর ২০১৪-তে রাধিকা ধোপারকরকে (Radhika Dhopavkar) বিয়ে করেন ৷ ফলে ছেলেবেলার ভালবাসাকে জীবনসঙ্গী রূপে পেয়েছেন তাঁরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
রাধিকা ধোপারকর (Radhika Dhopavkar) ও অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) একে অপরকে ছেলেবেলা থেকেই চিনতেন জানতেন ৷ শুধু প্রেম প্রেম! আজ পর্যন্ত তাঁদের মধ্যে কোনও ঝগড়াঝাটি হয়নি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
রাধিকার (Radhika Dhopavkar) মূল পরিবার পুণের বাসিন্দা, রাহানে (Ajinkya Rahane) ও রাধিকা বিয়ের (Ajinkya Rahane) সিদ্ধান্ত নেওয়ার পরে পরিবারের থেকে অনুমতি নিয়েই বিয়ের আয়োজন করেছিলেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
একটি শো-তে রাহানে জানিয়েছিলেন রাহানে শি-শার্ট পরে বন্ধুবান্ধবদের নিয়ে রাধিকাদের (Radhika Dhopavkar) বাড়িতে গিয়েছিলেন তাঁকে বিয়ে করতে ৷ কেননা জামা কাপড় কেনার মত সময় হাতে ছিলনা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
বর্তমানে সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন রাহানে (Ajinkya Rahane) ও রাধিকা (Radhika Dhopavkar), জীবনের নানান ওঠাপড়ার সঙ্গী এখন এই শিশুই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
রাহানে (Ajinkya Rahane) ভারতীয় ক্রিকেটের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করেছেন ৷ কখনও অধিনায়কের ভূমিকায়, তো কখনও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে, কখনও ওপেনিং-এ ৷ আজিঙ্কে রাহানে প্রতিবারেই নিজের সেরাটা দলের স্বার্থে তুলে দিতে চেয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Ajinkya Rahane Love Story: শুধু প্রেম প্রেম! অজিঙ্কা রাহানের বিয়ের গল্প হার মানাবে যে কোনও Love Story-কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল