Virat Kohli: কোন দুজন ক্রিকেটার কোহলির নামে বিসিসিআই-এর কাছে নালিশ করেছিলেন! জানা গেল নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: এতদিন অনেকেই মনে করেছিলেন, কোহলির নামে নালিশ করেছিলেন অশ্বিন। কিন্তু এখন অন্য দুটি নাম শোনা যাচ্ছে।
advertisement
1/5

উথাল-পাথাল সময় চলছে ভারতীয় ক্রিকেটে। একদিকে, টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন কোহলি। অনেকে বলছেন, বিসিসিআই-এর সঙ্গে দ্বন্দ্বের কারণেই কোহলির এই সিদ্ধান্ত! এখন প্রশ্ন হচ্ছে, এবার কি তবে একদিনের ক্যাপ্টেন্সিও ছাড়বেন কোহলি!
advertisement
2/5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকেই কোহলির সমালোচনা শুরু হয়েছে। জানা গিয়েছিল, ভারতীয় দলের দুজন সিনিয়র ক্রিকেটার কোহলির ক্যাপ্টেন্সির ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।
advertisement
3/5
কোন দুজন সিনিয়র ক্রিকেটার কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে বিসিসিআই-এর কাছে নালিশ করেছিলেন! তাঁদের নাম এতদিন জানা যায়নি। তবে এবার মিডিয়া রিপোর্টস বলছে, সেই দুজন ক্রিকেটার হলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা। ইংল্যান্ডে এই দুজনের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠেছিল।
advertisement
4/5
জানা গিয়েছে, ইংল্যান্ড থেকে বিসিসিআই সচিব জয় শাহকে ফোন করে কোহলির ক্যাপ্টেন্সির ব্যাপারে নালিশ করেছিলেন পুজারা ও রাহানে। তবে এর আগে অনেকেই মনে করেছিলেন, কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে নালিশ করা ক্রিকেটার আসলে রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
5/5
কোহলি ইংল্যান্ডে সাংবাদিক সম্মেলনে এসে পুজারা ও অজিঙ্ক রাহানের ব্যাটিংয়ের পরোক্ষভাবে সমালোচনা করেছিলেন। বলেছিলেন, রান করতে হবে আর কীভাবে রান করতে হবে, এই নিয়ে ফোকাস থাকা উচিত। তা না করে আউট হওয়া নিয়ে বেশি চিন্তা করলে চলবে না। তাতে বোলারকে নিজের উপর চেপে বসার সুযোগ দেওয়া হবে।