ক্রিকেটের রাজকুমারের প্রেমে পড়েছিলেন মাধুরী দীক্ষিত! সেই প্রেমকাহিনী এখনও রহস্য
- Published by:Suman Majumder
Last Updated:
Madhuri Dixit: এই ক্রিকেটারের প্রেমে পাগল ছিলেন মাধুরী দীক্ষিত। তা হলে বিয়েটা কেন হল না! কারণ জানলে অবাক হবেন।
advertisement
1/7

বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। অনেক ক্রিকেটারের সঙ্গে বলিউড নায়িকার প্রেম হয়েছে। কারও কারও বিয়েও হয়েছে। তবে মাধুরী দীক্ষিতের প্রেম হয়েছিল ক্রিকেটের রাজকুমারের সঙ্গে।
advertisement
2/7
অনেকে বলেন, ক্রিকেটার অজয় জাদেজার প্রেমে পড়েথিলেন মাধুরী দীক্ষিত। সেই সময় নাকি অজয় জাদেজাকে বলিউডের নায়ক করার জন্য অনেকের কাছে আর্জি জানিয়েছিলেন মাধুরী।
advertisement
3/7
কেউ কেউ বলেন, অজয় জাদেজাকে বিয়ে করতে চেয়েছিলেন বলিউড সুন্দরী। সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, জ্যাকি স্রফের মতো নায়কের সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরীর।
advertisement
4/7
জানা যায়, ফিল্ল ফেয়ারের ফটোশুটে অজয়ের প্রেমে পড়েছিলেন মাধুরী। ফটোশুটে দুজনে দারুণ রোম্যান্টিক পোজ দিয়েছিলেন।
advertisement
5/7
অনেকে বলেন, অজয় জাদেজা রয়্যাল ফ্যামিলির সন্তান বলে মাধুরীকে তাঁর বাড়ির লোকজন মেনে নেয়নি। মাধুরী স্টার হলেও তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে।
advertisement
6/7
অনেকে আবার বলেন, জাদেজার নাম ফিক্সিং কাণ্ডে জড়ানোয় মাধুরীর বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। মাধুরী ডক্টর শ্রীরামকে বিয়ে করে এখন সুখে সংসার করছেন।
advertisement
7/7
রাজনীতিবিদ জয়া জেটলির মেয়ে অদিতি জেটলিকে বিয়ে করেছেন অজয় জাদেজা। তাঁদের দুই সন্তান রয়েছে।