Team India T20 Captain: সূর্যকুমার যাদবের বদলে কে ভারতের টি-২০ অধিনায়ক? নতুন বছরে বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
After Suryakumar Yadav Who Will Be The Next T20I Captain Of Team India: টি-২০ বিশ্বকাপে সূর্যকুমারের ডেপুটি হিসেবে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল ঘোষণার পর থেকেই সূর্যকুমারের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
advertisement
1/6

সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে নামবে। বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে খারাপ ফর্মের কারণে সহ-অধিনায়ক শুভমন গিল জায়গা পাননি। সূর্যকুমারের ডেপুটি হিসেবে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল ঘোষণার পর থেকেই সূর্যকুমারের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
advertisement
2/6
কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সূর্যকুমার যাদবের শেষ টুর্নামেন্ট হতে পারে অধিনায়ক হিসেবে। যদি টুর্নামেন্টের পর তাঁকে সরানো হয়, তাহলে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
3/6
রোহিত শর্মা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমারকে অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি। ৩৯টি ম্যাচে ভারত জিতেছে ২৮টি, হেরেছে মাত্র ৬টি। তবে ২০২৫ সালে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় তাঁর নেতৃত্ব ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে।
advertisement
4/6
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমন গিল। বর্তমানে তিনি দলে না থাকলেও তিনি টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। বোর্ড ভবিষ্যতে তিন ফরম্যাটে এক অধিনায়কের নীতিতে যেতে চাইলে গিলই হতে পারেন সূর্যকুমারের স্বাভাবিক উত্তরসূরি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হিসেবে গিলকে ফের টি-২০ দলে ফিরিয়ে নেতা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
5/6
অন্যদিকে, শ্রেয়াস আইয়ার অধিনায়কত্বের অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে। আইপিএল ২০২৪-এ কেকেআরকে শিরোপা এবং ২০২৫-এ পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার কৃতিত্ব তাঁর। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ব্যাটিং ও অধিনায়কত্বের পারফরম্যান্সও তাঁকে শক্তিশালী দাবিদার করে তুলেছে। বর্তমানে চোটের কারণে দলের বাইরে থাকলেও শ্রেয়সও হতে পারেন ভারতের টি-২০ নেতা।
advertisement
6/6
অক্ষর প্যাটেলও আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি দলের সহ-অধিনায়ক। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে ড্রেসিংরুমে তাঁর গুরুত্ব রয়েছে। বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ভবিষ্যতের অধিনায়কত্বের দৌড়ে রাখছে। অক্ষর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।