TRENDING:

একাই ৫টি সোনা সাতটি পদক, নয়া নজির গড়লেন অভিনেতা মাধবন পুত্র বেদান্ত

Last Updated:
বাবা দক্ষিণী সিনেমার সুপার স্টার। কাজ করেছেন বলিউডেও। কিন্তু ছেলে রুপোলি পর্দা নয়, বাস্তবেপ হিরো। কথা হচ্ছে অভিনেতা মাধবনের ছেলে ভেদান্ত মাধবনের। খেলজগতে ফের নয়া নজির গড়লেন ভেদান্ত।
advertisement
1/8
একাই ৫টি সোনা সাতটি পদক, নয়া নজির গড়লেন অভিনেতা মাধবন পুত্র বেদান্ত
বাবা দক্ষিণী সিনেমার সুপার স্টার। কাজ করেছেন বলিউডেও। কিন্তু ছেলে রুপোলি পর্দা নয়, বাস্তবেপ হিরো। কথা হচ্ছে অভিনেতা মাধবনের ছেলে ভেদান্ত মাধবনের। খেলজগতে ফের নয়া নজির গড়লেন ভেদান্ত।
advertisement
2/8
এর আগে সাঁতারে একাধিক পদক জিতেছেন ভেদান্ত। এবার পের একবার শিরোনামে মাধবন পুত্র। খেলো ইন্ডিয়া গেমসে সাতটি পদক জিতে রেকর্ড গড়লেন ভেদান্ত। যার মধ্যে ৫টি সোনা ও ২টি রুপো।
advertisement
3/8
কাশ্মীরের গুলমার্গে খেলাে ইন্ডিয়ার উইন্টার গেমস থেকে মোট সাতটি পদক জিতেছে। ছেলের সাফল্যে বেজায় খুশি মাধবন। নিজের ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ছেলের ছবি নিয়ে পোস্টও করেছেন তিনি।
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় ছেলের সাফল্যের বিষয়ে মাধবন লেখেন, “বেদান্তের পারফরম্যান্সে (৫টি সোনা ও ২টি রুপো) ভীষণ কৃতজ্ঞ এবং গর্বিত। খেলো ইন্ডিয়া এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি।”
advertisement
5/8
শুধু যে ছেলের কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাধবন তেমনটা নয়। খেলো ইন্ডিয়া গেমসে মহারাষ্ট্রের দলকেও শুভেচ্ছা জানিয়েছেন তারকা অভিনেতা।
advertisement
6/8
গতবছর জুনিয়র ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। ১৫০০ মিটার ফ্রিস্টাইল শেষ করেন ১৬:০১:৭৩ সেকেন্ডে। এরই সঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বেদান্ত।
advertisement
7/8
এরপর ফের ২০১৭ সালে ১৬:০৬:৪৩ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন অদ্বৈত পেজ। ছয়বছর পর সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় এবার বেদান্তের পারফরম্যান্সে।
advertisement
8/8
৫টি সোনা সহ সাতটি পদক জিতে খুশি বেদান্ত মাধবন। তার আসল স্বপ্ন ও লক্ষ্য যে অলিম্পিকে পদক জেতা সেই কথাও জানিয়েছেন বেদান্ত মাধবন।
বাংলা খবর/ছবি/খেলা/
একাই ৫টি সোনা সাতটি পদক, নয়া নজির গড়লেন অভিনেতা মাধবন পুত্র বেদান্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল