ভারতে আর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ নেই! তালিকায় টিম ইন্ডিয়ার একাধিক মহাতারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Indian Cricketers Has No Chance To Win Wprld Cup In India: এই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ফলে ভারতের মাটিতে আর আইসিসি-র একদিনের বিশ্বকাপ খেলা ও জেতার সুযোগ থাকল না বর্তমান টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ারের। তালিকায় একের পর এক তারকারা।
advertisement
1/6

সদ্য শেষ হল ভারতের মাটিতে আয়োজিত আইসিসি একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়া। যার ফল ভারতী দল ও ফ্যানেরা সকলেই হতাশ।
advertisement
2/6
এই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ফলে ভারতের মাটিতে আর আইসিসি-র একদিনের বিশ্বকাপ খেলা ও জেতার সুযোগ থাকল না বর্তমান টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ারের। তালিকায় একের পর এক তারকারা।
advertisement
3/6
কারণ ২০২৩-এর পর ২০২৭ সালে ফের ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আর ২০৩১ সালে ফের ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর।
advertisement
4/6
২০৩১ সালে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না।
advertisement
5/6
সেই তালিকায় সবার আগে নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের। রোহিত শর্মার বর্তমান বয়স ৩৭, বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর।
advertisement
6/6
ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত তারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আর ২০২৩ সালে তো এদের বয়স যা দাঁড়াবে তাতে খেলার কোনও সম্ভাবনাই নেই। ফলে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জেতার স্বপ্ন আর পূরণ হবে এই সকল ক্রিকেটারদের।