Rohit Sharma : ৫ তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ! বিশ্বকাপের আগে খারাপ খবর, ভারতীয় ক্রিকেটের বড় নাম, চিন্তা বাড়ছে
- Published by:Suman Majumder
Last Updated:
ODI World Cup 2027: ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের।
advertisement
1/5

অক্টোবর-নভেম্বর ২০২৭-এ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া মিলে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। ২০০৩ সালের পর দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে একসঙ্গে এই টুর্নামেন্টের সহ-আয়োজক হবে। তবে সেই বিশ্বকাপে রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১৯৮৭ সালে জন্ম নেওয়া রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ৪০ বছর বয়সী হয়ে যাবেন। বয়সই এমন একটি একমাত্র কারণ হিসেবে ধরা হচ্ছে, যার ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক নিয়োগ করেছে। এছাড়াও, সময়ে সময়ে 'হিটম্যান' রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিত আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা অনেকটাই নির্ভর করবে ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরের উপর।
advertisement
2/5
বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন হিসেবে পরিচিত বিরাট কোহলি ইতিমধ্যেই টি-২০ ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁর হাতে শুধু একটি ফরম্যাট – ৫০ ওভারের ওডিআই। ২০২৭ সালের মধ্যে কোহলির বয়সও হবে ৩৮ থেকে ৩৯ বছর। তবে কোহলি এতটাই ফিট যে অনেকে বলেন, ১৮ বছরের তরুণরাও তাঁর মতো ফিট নয়। তবুও প্রশ্ন থেকে যায়, ওডিআই ফরম্যাটে তাঁর মধ্যে সেই আগের মতো মোটিভেশন থাকবে কি না! কোহলি আরও একটি বিশ্বকাপে খেলবেন কি না, তা অনেকটাই নির্ভর করবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরম্যান্সের উপর।
advertisement
3/5
কাগজে-কলমে মহাম্মদ শামির জন্ম সাল ১৯৯০। তবে তাঁর ফিটনেস যেন অন্য কথা বলে। শামির শরীর এখন আর সার্জারি ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকভাবে সহ্য করতে পারছে না। গত কয়েক বছরে জসপ্রিত বুমরাহর পরে শামিই ছিলেন ভারতের সবচেয়ে সফল বোলারদের একজন। তবুও তিনি চোট-আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে পারছেন না। ফলে ২০২৭-এ তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
advertisement
4/5
রবীন্দ্র জাদেজার ফিটনেস অসাধারণ। তবুও রোহিত ও বিরাটের মতো তিনিও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় করার পরই এই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন।মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে তাঁর না থাকা এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে নির্বাচকরা এখন বেশি করে নজর দিচ্ছে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর-এর মতো অলরাউন্ডারদের দিকে। এই অবস্থায় যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে জাদেজার নাম না দেখেন, তা হলে অবাক হওয়ার কিছু নেই।
advertisement
5/5
তালিকার সর্বশেষ নাম ঋষভ পন্থ। তিনি আপাতত চোটের সঙ্গে লড়াই করছেন। এই কারণেই অস্ট্রেলিয়া সফরের দলেও তাঁর জায়গা হয়নি। এখন তিনি ভারতের সাদা বলের ফরম্যাটে প্রথম পছন্দ আর নন। ম্যানেজমেন্ট তাঁকে মূলত টেস্ট ক্রিকেটেই খেলাচ্ছে। টি-২০ ফরম্যাটে তাঁর জন্য জায়গা তৈরি হচ্ছে না। ওডিআই সিরিজে উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পাচ্ছেন কেএল রাহুল ও ধ্রুব জুরেল। দল নির্বাচকদের দৃষ্টিতে রাহুল প্লেয়িং ইলেভেনের জন্য প্রথম পছন্দ। তাই উইকেটকিপিংয়ের দায়িত্বও সম্ভবত তার কাঁধেই পড়বে। এমন পরিস্থিতিতে পন্থের ২০২৭ বিশ্বকাপ খেলা আপাতত অনিশ্চিত।