5 Indian Players May Announce retirement: শীঘ্রই অবসর নিতে চলেছেন ৫ ভারতীয় মহাতারকা! যারা সকলেই খেলেছেন বিশ্বকাপে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Indian Players Who May Announce retirement from ODI: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের। তবে এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে একদিনের ক্রিকেট থেকে কিছু সময়ের মধ্যেই অবসর নিতে চলেছেন একাধিক প্লেয়ার। সেই তালিকায় রয়েছে একের পর এক তারকার নাম।
advertisement
1/6

অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে উঠলেও বিশ্বকাপ জয় অধরাই থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের। তীরে এসে তরী ডোবার পর হতাশ গোটা দল। এই দলের তারকাদের ফের কবে ২২ জে দেখা যাবে তা নিয়ে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজেও বিশ্রামে সকল তারকারা। তবে এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে একদিনের ক্রিকেট থেকে কিছু সময়ের মধ্যেই অবসর নিতে চলেছেন একাধিক প্লেয়ার। সেই তালিকায় রয়েছে একের পর এক তারকার নাম।
advertisement
2/6
রোহিত শর্মা: এবার বিশ্বকাপে দেশকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে নামলেও তা পূরণ করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং ও অধিনায়কত্ব ভাল করলেও শেষ ম্যাচে ভাগ্য সাথ দেয়নি হিটম্যানের। বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৭। ফলে আগামি বিশ্বকাপ তো অনেক দূর, কতদিন আর খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। এমএস ধোনির পথ অবলম্বন করে চুপিসারে অবসর নেন কিনা সেটাও দেখার।
advertisement
3/6
মহম্মদ শামি: বিশ্বকাপে স্বপ্নের ফর্মে বোলিং করেছেন মহম্মদ শামি। ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। বর্তমানে মহম্মদ শামির বয়সও ৩৩ পেরিয়ে গিয়েছে। ফলে একজন পেস বোলার হিসেবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত খেলাটা খুব কঠিন। আর টেস্ট ক্রিকেটে বেশি মনোনিবেশ করার জন্য সাদা বলের ক্রিকেটকে বিদায়ও জানাতে পারেন শামি।
advertisement
4/6
রবীন্দ্র জাদেজা: ভারতীয় দলের সেরা ম্যাচ উইনারদের মধ্যে অন্যতম রবীন্দ্র জাদেজা। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও নিজের সেরাটা উজার করে দিয়েছেন জাড্ডু। বোলিংয়ে পাশাপাশি ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে দলের ভরসা জুগিয়েছেন। বর্তমানে তাঁর বয়সও ৩৫-এর গোরগোঁরায়। পরের বিশ্বকাপ আসতে আসতে ৩৯ পেরিয়ে যাবেন জাড্ডু। ফলে কত দিন আর খেলা চালাবেন সেটা প্রশ্নের মুখে। আর তার বিকল্পও তৈরি করতে হবে বিসিসিআইকে।
advertisement
5/6
রবিচন্দ্রন অশ্বিন: বিশ্বকাপের প্রাথমিক দলে প্রথমে সুযোগ পাননি তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অক্ষর প্যাটেলের চোট তাঁকে শেষমেশ জায়গা করে দেয়। এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে তেমন আভাসও দিয়েছিলেন অশ্বিন নিজেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ প্রথম ম্যাচ ছাড়া খেলারও খুব একটা সুযোগ পাননি তিনি। বয়সও ৩৭ পেরিয়েছে তারকা স্পিনারের। ফলে শীঘ্রই ওডিআই থেকে অবসর নিতে পারেন অশ্বিন।
advertisement
6/6
বিরাট কোহলি: সদ্য সমাপ্ত বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি। ৭৬৫ রান করার পাশাপাশি ঝুলিতে রয়েছে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। ফিটনেসের দিক থেকে ভারতীয় দলের অনেক তরুণ ক্রিকেটারদের হার মানাবেন বিরাট কোহলি। বর্তমানে তাঁর বয়স ৩৫। পরের বিশ্বকাপের সময় ৩৯ বছর হবে কোহলি। আধুনিক ক্রিকেটে ৩৮-৩৯ বছর পর্যন্ত ক্রিকেটাররা খেলছেন। তবে বিরাট কোহলি পরের বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্য ওডিআইকে বিদায় জানানোর একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কোহলির।