IND vs PAK: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে বাদ একাধিক তারকা! মেগা চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025, IND vs PAK: এশিয়া কাপের সুপোর ফোরের ম্যাচে রবিবার আরও একবার পাকিস্তানের মুখোমুখি ভারত। গ্রুপ পর্বের সাক্ষাতে এক তরফা জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় সাক্ষাতেও সুপার ফেভারিটের তকমা নিয়েই নামবে সূর্যকুমার যাদবের দল।
advertisement
1/7

এশিয়া কাপের সুপোর ফোরের ম্যাচে রবিবার আরও একবার পাকিস্তানের মুখোমুখি ভারত। গ্রুপ পর্বের সাক্ষাতে এক তরফা জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় সাক্ষাতেও সুপার ফেভারিটের তকমা নিয়েই নামবে সূর্যকুমার যাদবের দল। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি ভারতের বোলিং অ্যাটাক। পাকিস্তান ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে।
advertisement
2/7
ওমানের বিপক্ষে ম্যাচে টি-২০ আন্তর্জাতিকে ভারতের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অর্শদীপ সিং। তবে সেই রেকর্ড গড়ার পরও, এশিয়া কাপ ২০২৫-এর সুপার ৪ পর্বে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা নাও পেতে পারেন তিনি।
advertisement
3/7
অর্শদীপ ওমানের বিপক্ষে একটি উইকেট নিলেও, বল হাতে খুব একটা প্রভাব ফেলতে পারেননি। হার্ষিত রানার সঙ্গে তাকেও বাদ দেওয়াটা একপ্রকার পাকা পাকিস্তান ম্যাচের একাদশ থেকে। এই দুইজনের জায়গায় দলে ফিরছেন অভিজ্ঞ দুই বোলার জশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। যাদের বিশ্রাম দেওয়া হয়েছিল ওমান ম্যাচে।
advertisement
4/7
বিশ্বের এক নম্বর টি-২০ বোলার বরুণ চক্রবর্তী চলতি টুর্নামেন্টে ইতোমধ্যে দুটি ম্যাচে দুটি উইকেট নিয়েছেন এবং বুমরাহ তার আগের পাকিস্তান ম্যাচে ২৮ রানে দুটি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফলে ভারতীয় বোলিং লাইনআপে এই দুইজনের ফেরাটা বাড়তি শক্তি এনে দেবে।
advertisement
5/7
ব্যাটিং বিভাগে শুভমান গিল টানা ব্যর্থ হলেও তাকে নিয়েই এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে আলোচনায় রয়েছেন সঞ্জু স্যামসনের ব্যাটিং পজিশন। ওমানের বিপক্ষে ৩ নম্বরে ব্যাট করে ৫৬ রানের ইনিংস খেলা সঞ্জুকে এবার ওপেনার হিসেবেও দেখা যেতে পারে।
advertisement
6/7
অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা এবং অলরাউন্ডারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও শিবম দুবের দিকেও নজর থাকবে। কুলদীপ যাদব তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে জয় পেলে তারা সুপার ফোরে নিজেদের অবস্থান আরও মজবুত করবে এবং ফাইনালের পথ সুগম হবে।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।