TRENDING:

Viral news: ঘুম থেকে উঠে দরজা খুলেছিলেন মহিলা! ঘরের দরজায় ঝোলানো লাল কাপড়, র*ক্ত, আর... শিউরে উঠলেন তিনি

Last Updated:
Viral news: আর পাঁচটা দিনের মতোই ঘুম থেকে উঠেছিলেন নিউটাউন জ্যোতিনগরের বাসিন্দা বিভা বসাক। ঘরের বাইরে বেরিয়ে মেইন গেটের দিকে দেখতেই চক্ষু চরক গাছ হয়ে যায় বিভা দেবীর।
advertisement
1/5
ঘুম থেকে উঠে দরজা খুললেন মহিলা! ঘরের দরজায় ঝোলানো লাল কাপড়, র*ক্ত, আর... শিউরে উঠলেন তিনি
উত্তর ২৪ পরগনা: ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে তাকিয়েই আতঙ্কে শিউরে ওঠে গৃহকর্তৃ, চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউন অঞ্চলে। আর পাঁচটা দিনের মতনই ঘুম থেকে উঠেছিলেন নিউটাউন জ্যোতিনগরের বাসিন্দা বিভা বসাক ঘরের বাইরে বেরিয়ে মেইন গেটের দিকে দেখতেই চক্ষু চরক গাছ হয়ে যায় বিভা দেবীর।
advertisement
2/5
কে বা কারা রাতের অন্ধকারে তার বাড়ির মূল দরজাতে ঝুলিয়ে দিয়ে গেছে! একটি পুতুল ও আলতা দিয়ে বানানো প্রতীকী রক্ত। লালসালু কাপড় দিয়ে বানানো একটি পুতুলের অবয়ব ঝুলছে বাড়ির মূল দরজায় এবং তার ই ওপরে আলতা দিয়ে লেখা 'সব শেষ' এবং নিচে মাটি দিয়ে ঢেলা করা রয়েছে এবং তাতে রয়েছে আলতার ছাপ ও নানা ধরনের ফুল। Image: AI (Gemini)
advertisement
3/5
এক প্রকার ক্ষতির আশঙ্কায় উদ্বেগে ও আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিভা বসাক। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী পরিবারের তরফে নিউ টাউন থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ। ‌Image: AI
advertisement
4/5
যদিও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের সদস্য তরুণ মুখোপাধ্যায় জানান, এটা একেবারেই ভ্রান্ত ধারণা কারণ এরকম পুতুল দিয়ে বান মারা এই কথাগুলো একেবারেই ভুল বোঝানোর চেষ্টা। প্রতীকী ছবি
advertisement
5/5
তিনি আরও জানান, কেউ কেউ মনে করেন এতে তার কার্যসিদ্ধি হবে কিন্তু আদৌ এই জিনিসটা কোন ফল হয় না। কখনও দেখা যায় ত্রিশুল পোঁতা বা পুতুলের গায়ে সেফটিপিন ফোটানো এই ধরনের ঘটনায় একেবারে কিছুই হয় না এটা স্পষ্ট যুক্তিবাদ সরাসরি বিরোধিতা করে। এই ধরনের ঘটনায় শুধুমাত্র ওই বাড়ির লোকেদের মনের মধ্যে আতঙ্ক ও ভয়ের উদ্রেগ হয় এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এছাড়া আর কোন ফল এতে হয় না। (Image: AI)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Viral news: ঘুম থেকে উঠে দরজা খুলেছিলেন মহিলা! ঘরের দরজায় ঝোলানো লাল কাপড়, র*ক্ত, আর... শিউরে উঠলেন তিনি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল