TRENDING:

ধামাকা অফার! মাত্র ১৫০০ টাকায় বিয়ের সব কাজ সম্পন্ন! কোথায়, কীভাবে জানুন

Last Updated:
Wedding Budget: বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে বিবাহের প্রাথমিক খরচ ১৫০০ টাকা। মন্দির সংলগ্ন এলাকায় অনেক ম্যারেজ হল রয়েছে, যা আগে থেকে বুক করতে হয়।
advertisement
1/6
ধামাকা অফার! মাত্র ১৫০০ টাকায় বিয়ের সব কাজ সম্পন্ন! কোথায়, কীভাবে জানুন
বাঁকুড়া শহর থেকে সামান্য দূরত্বে অবস্থিত এক্তেশ্বর শিব মন্দির। দারকেশ্বর নদের তীরে অবস্থিত এই মন্দির। মন্দিরে প্রতিদিন আগমন হয় ভক্তের। তাদের মধ্যে একটি বড় অংশ বিবাহ করতে মন্দিরে আসেন। বিবাহ একটি বড় কর্মযজ্ঞ, সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন করতে প্রয়োজন হয় অনেক কিছুর। তাই মন্দির সংলগ্ন অঞ্চলে তারকেশ্বর নদীর পাশাপাশি তৈরি হয়েছে বহু ম্যারেজ হল।
advertisement
2/6
এই ম্যারেজ হল গুলিতে সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন করতে পারবেন মন্দিরে বিবাহ করতে আসা মানুষজন। মন্দির কমিটির মোট ৪৮ জন ব্রাহ্মণ। এই আটচল্লিশ জন ব্রাহ্মণের মধ্যেই কেউ কেউ খুলেছেন নিজস্ব ম্যারেজ হল। কিভাবে আগে থেকে বুক করবেন এই ম্যারেজ হল গুলি? কত খরচ হতে পারে? কি কি সুবিধা পাবেন?
advertisement
3/6
প্রাথমিক মাত্র পনেরশো টাকা দিয়ে বিবাহ সম্পন্ন হবে একটি এবং এক্ষেত্রে ৫০০ টাকা মন্দির কমিটির, ৫০০ টাকা ব্রাহ্মণ এবং ৫০০ টাকা বিবাহ সামগ্রী জন্য ব্যবহার করা হবে। যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে যেই রকম মানের খাবার অর্ডার দেয়া হবে আগে থেকে সেই রকম দাম পড়বে। উদাহরণস্বরূপ দু পিস মাছ, ভাত, ডাল, দুটো সবজি, শাক ভাজা, লবণ লেবু, জলের বোতল, মিষ্টি, চাটনি এবং পাঁপড় সহযোগে ভোজ হলে ১৬০ জনের মোট খরচ পড়বে ৫৩০০ টাকা।
advertisement
4/6
আপনার পছন্দের ম্যারেজ হল আগে থেকে সবকিছু ব্যবস্থা করে রাখবে। অগ্রিম যোগাযোগ করে ফাঁকা ডেট দেখে এবং লগ্ন ঠিক করে বুক করে রাখতে হবে।
advertisement
5/6
একটি লজের মালিক বলেন, "এই অঞ্চলে মোট ১৫ থেকে কুড়িটি ম্যারেজ হল আছে। মন্দিরে এক একটি লগ্নতে মোট ৫০ থেকে ৭০ টা বিয়ে সম্পন্ন হয়। তাই সেক্ষেত্রে অগ্রিম বুক করে রাখা অত্যাবশ্যক। প্রত্যেকটি ম্যারেজ হল এ ৬০ থেকে ১৫০ টি বসার জায়গা রয়েছে।"
advertisement
6/6
বিয়ের সময় ভোরবেলা চারটা থেকে বেলা দুটো, বিকেল চারটা থেকে রাত ন'টা। এবং এখানে বলে রাখা ভাল বিয়ের জন্য সন্ধ্যে ছটার আগে বর কোন কে একসাথে মন্দিরে আসতে হবে। ছটা পেরিয়ে গেলে মন্দিরে বিবাহ সম্পন্ন হবে না সেক্ষেত্রে মন্দিরের বাইরে কোন এক স্থান নির্বাচন করে সেখানে বিবাহ সম্পন্ন করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ধামাকা অফার! মাত্র ১৫০০ টাকায় বিয়ের সব কাজ সম্পন্ন! কোথায়, কীভাবে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল