Wall Campaign: রঙে রঙে সামাজিক ব্যাধি দূরীকরণ বাঁকুড়ার স্কুলে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Wall Campaign: শিশুদের ভাষায় তাদেরকেই সামাজিক শিক্ষা। বাঁকুড়ার এই প্রাথমিক বিদ্যালয়ে দারুন উদ্যোগ, গেলে আপনিও বিস্মিত হয়ে যাবেন
advertisement
1/6

বিদ্যালয়ে সচেতনতার বার্তা। সামাজিক ব্যাধি গোড়া থেকে নির্মূল করতে এমন উদ্যোগ।
advertisement
2/6
বাল্যবিবাহ রোধে কবিতার মূর্ছনায় স্কুলের দেওয়ালে দু'লাইন লেখা।
advertisement
3/6
শিশুর ঠিকানা বিদ্যালয়ে অথবা মায়ের কোলে। শিশু শ্রমকে
advertisement
4/6
প্লাস্টিক বর্জন করতেই হবে, নয়ত রোধ হবে পৃথিবীর শ্বাসনালী। প্লাস্টিক বর্জনে বিশেষ বার্তা এই স্কুলের।
advertisement
5/6
জলই জীবন, জল অপচয় রোধ করতে রঙিন ছবি শিশুদের বিদ্যালয়ে।
advertisement
6/6
বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিশেষ দেওয়াল চিত্র।