Travel: ধামসা-মাদল, বাউল গান সঙ্গে রং! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব, দোলের ছুটি নষ্ট না করে ঘুরে আসুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা থেকে। রিসর্ট কর্তৃপক্ষের কথায় শান্তিনিকেতনের অনুভূতি পাওয়া যাবে এই রিসর্টে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একদম কাছেই রয়েছে এই রিসর্ট।
advertisement
1/5

শীতের মরশুম শেষ হতে না হতেই আবারও চলে এল নতুন একটা উৎসব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার পরই বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে মেতে ওঠেন আপামর বাঙালি।
advertisement
2/5
বহু জনই আছেন যাঁদের ইচ্ছা হয় শান্তিনিকেতনে গিয়ে বসন্ত উৎসব উদযাপন করার। তবে কাজের চাপে, হাজারও ব্যস্ততার মাঝে সেটা হয়ে ওঠেনা অনেকেরই।
advertisement
3/5
তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। শান্তিনিকেতন না হলেও ওখানকার আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার একটি জায়গায়।
advertisement
4/5
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে অরণ্য রিসর্ট। আর এই রিসর্টে প্রত্যেকবছর শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যাবস্থা করা হয়।
advertisement
5/5
রিসর্টে একটা বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩৯০ টাকাতেই পাওয়া যাবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন সহ আরও ৭ রকমের আইটেম। চলতি ইংরেজী মাসের ২৫ তারিখ রিসর্টে বসন্ত উৎসব উদযাপন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Travel: ধামসা-মাদল, বাউল গান সঙ্গে রং! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব, দোলের ছুটি নষ্ট না করে ঘুরে আসুন