Digha News: এ কী কাণ্ড ঘটে গেল দিঘায়! কার দেখা মিলল! দূরদূর থেকে ছুটে এল মানুষ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Digha News: প্রায় ১১ হাজার টাকা কিলো দরে নিলাম হলো তিনটি মাছ। তিনটি মাছের ওজন ৪০ কেজি,সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হলো। দিঘার মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।
advertisement
1/5

প্রায় ১১ হাজার টাকা কিলো দরে নিলাম হলো তিনটি মাছ। তিনটি মাছের ওজন ৪০ কেজি, সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হলো।
advertisement
2/5
দিঘার মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিলাম কেন্দ্রে মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।
advertisement
3/5
গভীর সমুদ্রে পাওয়া যায়। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দামি ওষুধ তৈরির কাজে লাগে।
advertisement
4/5
এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়। এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
advertisement
5/5
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: এ কী কাণ্ড ঘটে গেল দিঘায়! কার দেখা মিলল! দূরদূর থেকে ছুটে এল মানুষ