TRENDING:

Food: মাত্র ১০ টাকায় পাবেন জিভে জল আনা ৩ রকমের খাবার, সন্ধে হলেই ভিড় জমে এই দোকানে, কোথায় জানেন?

Last Updated:
Food: মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম।
advertisement
1/6
মাত্র ১০ টাকায় পাবেন জিভে জল আনা ৩ রকমের খাবার, সন্ধে হলেই ভিড় জমে এই দোকানে
বাঁকুড়ার এই মিষ্টির দোকানে মাত্র ১০ টাকায় বিকেলের জল খাবার শেষ। পেয়ে যাবেন তিন তিনটে আইটেম।
advertisement
2/6
গরম গরম তেলেভাজা, মিষ্টি এবং চা। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা মোড়ের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এখানে ১০ টাকা খরচে আপনার বিকেলের খাবার "ডান"!
advertisement
3/6
মাত্র ৫ টাকার গরম গরম রসগোল্লা সঙ্গে মাত্র ২ টাকার তেলে ভাজা বেগুনি। অবশেষে মাত্র ৩ টাকার চা পান করে সম্পূর্ণ করুন আপনার বিকেলের "স্ন্যাকস"।
advertisement
4/6
দোকানের মালিক ষষ্ঠীপদ দত্ত জানান, "আট বছর হল দোকানটা খুলেছি। ৫ টাকার রসগোল্লা, ৬ টাকার গুড়ের রসগোল্লা। আমার দোকানে পাঁচ টাকার মিষ্টিরই চল বেশি। তাছাড়াও ২ টাকার "বেগুনি" বিক্রি করি, বেগুনের বেগুনি।"
advertisement
5/6
বর্তমানে দিনে বাঁকুড়ার বেশিরভাগ মিষ্টির দোকানে ৫ টাকার রসগোল্লার চল নেই। গরম গরম দুটো পাঁচ টাকার রসগোল্লা খেলে সাময়িক পেট এবং মন দুই ভরে যায়।
advertisement
6/6
রসগোল্লা খেতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, " বাঁকুড়ার আর অন্য কোথাও মাত্র পাঁচ টাকার রসগোল্লা পাওয়া যায়না।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Food: মাত্র ১০ টাকায় পাবেন জিভে জল আনা ৩ রকমের খাবার, সন্ধে হলেই ভিড় জমে এই দোকানে, কোথায় জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল