TRENDING:

Snake: ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল বিছানার পাশ থেকে! তোষক তুলতেই চক্ষু চড়ক গাছ, ছিটকে সরে যেতে হল সবাইকে, হাড়হিম ঘটনা

Last Updated:
Snake- বিছানায় যমদূত, বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবার! হাড় হিম করা ঘটনা উদয়নারায়নপুরের শিবপুর জয়চন্ডীতলা চক্রবর্তী পরিবারে। সারাদিনের ব্যস্ততা সেরে দুই ভাই বিছানায় পিঠ পেতে চোখ বুঝতেই ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ। সাপ উদ্ধার।
advertisement
1/5
ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল বিছানার পাশ থেকে! তোষক তুলতেই চক্ষু চড়ক গাছ, ছিটকে সরে যেতে হল!
বিছানায় যমদূত, বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবার! হাড় হিম করা ঘটনা উদয়নারায়নপুরের শিবপুর জয়চন্ডীতলা চক্রবর্তী পরিবারে। সারাদিনের ব্যস্ততা সেরে দুই ভাই বিছানায় পিঠ পেতে চোখ বুঝতেই ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ। শব্দের উৎসের খোঁজ করতে বোঝা যায় শব্দের উৎস বিছানা। নরম গদির নিচের তোষক থেকে হিস্ হিস্ শব্দ শুনেই গা শিউরে ওঠে তাঁদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বিছানার তোষকের নিচে থেকেই অদ্ভুত শব্দ অনুভব করে। বিছানা থেকে উঠে ধীরে ধীরে তোষক সরাতেই চক্ষু চরক গাছ। তোষকের নিচে খাটের উপর গোখরো সাপ। একটি নয়, বেশ কয়েকটি গোখরো'র ছানা। ঘরের ভিতর খাটের উপর বিষধর সাপের ছানা দেখে ভয় পেয়ে যান। তোষকটিকে পুনরায় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে ওই ঘরের দরজা বন্ধ করে রাখেন।
advertisement
3/5
ওই পরিবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ' তরুণোদয় ফাউন্ডেশন ' এর সঙ্গে যোগাযোগ করেন। খুবই দ্রুততার সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা ওই স্থানে পৌঁছয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তোষকের তলা থেকে তিনটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়। এর পর গোটা ঘরটির তল্লাশি নেওয়া হয়। আর কিছু পাওয়া যায়নি।
advertisement
4/5
এই প্রসঙ্গে সংগঠন সদস্য তুষার পাঠক জানান, দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে ধন্যবাদ পরিবার সদস্য সৌমিত্র চক্রবর্তীকে। বিপদের সম্মুখীন হয়েও সাপগুলিকে প্রাণে না মেরে পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন।
advertisement
5/5
পরিবার সদস্য সৌমিত্র চক্রবর্তী জানান, গত দুদিন আগে খাটের নীচ একটি সাপের ছানা দেখতে পাওয়া যায়। কোনওভাবে জানলা বা দরজা দিয়ে সাপের বাচ্চাটি প্রবেশ করেছে বুঝে সেটিকে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেওয়া হয়। সেই সময় কেউ আন্দাজ করতে পারেনি ঘরের মধ্যে একসঙ্গে এতগুলো সাপ বাসা বেঁধে রয়েছে। তাই তোষক তুলতেই অবাক করা ঘটনা সামনে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake: ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল বিছানার পাশ থেকে! তোষক তুলতেই চক্ষু চড়ক গাছ, ছিটকে সরে যেতে হল সবাইকে, হাড়হিম ঘটনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল