Sealdah AC Local Timetable: শিয়ালদহ, রানাঘাট থেকে রোজ কখন ছাড়বে এসি লোকাল, কোন কোন স্টেশনে দাঁড়াবে? কোন স্টপেজ থেকে কত ভাড়া? জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sealdah AC Local Timetable: এই লোকাল ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য ১২ এসি কোচ, ১,১২৮ টি আসন, ভেস্টিবুলার গ্যাংওয়ে, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, সিসি ক্যামেরা, জিপিএস ট্রাকিং ব্যবস্থা। ট্রেনের সর্বোচ্চ গতি ১১০ কিমি/ঘণ্টায়।
advertisement
1/5

*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গরমেও এবার লোকাল ট্রেনের যাত্রা হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে কাল ঘাম ছুটিয়ে, ট্রেন ধরলেও মিলবে ঠান্ডা হাওয়ার পরশ। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ঐতিহাসিক যাত্রা শুরু করতে চলেছে বাতানুকূল এসি লোকাল ট্রেন।
advertisement
2/5
*শিয়ালদহ–রানাঘাট রুটে শুরু হবে এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা। আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিক। মূলত অফিস টাইমেই চলবে এই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন।
advertisement
3/5
*ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৮:২৯ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে ১০:১০ মিনিটে। আবার ঠিক একইভাবে শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:৫০ মিনিটে, রানাঘাট পৌঁছবে ৮:৩২ মিনিটে।
advertisement
4/5
*এবার আসা যাক এই ট্রেনের ভাড়া প্রসঙ্গে। শিয়ালদহের দিক থেকে দমদম যেতে ৩৫ টাকা টিকিট, ব্যারাকপুর ৬০, নৈহাটি ৯০, রানাঘাট পর্যন্ত লাগবে ১২০ টাকা। টিকিট (মান্থলি মিলবে ৬২০ থেকে ২,৪৩০ টাকায়)।
advertisement
5/5
*এই লোকাল ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য ১২ এসি কোচ, ১,১২৮ টি আসন, ভেস্টিবুলার গ্যাংওয়ে, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, সিসি ক্যামেরা, জিপিএস ট্রাকিং ব্যবস্থা। ট্রেনের সর্বোচ্চ গতি ১১০ কিমি/ঘণ্টায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sealdah AC Local Timetable: শিয়ালদহ, রানাঘাট থেকে রোজ কখন ছাড়বে এসি লোকাল, কোন কোন স্টেশনে দাঁড়াবে? কোন স্টপেজ থেকে কত ভাড়া? জানুন বিস্তারিত