Vladimir Putin: বিশেষ উপহার নরেন্দ্র মোদির তরফ থেকে, বাংলার তৈরি রুপোর টি-সেট রাশিয়ায় নিয়ে গেলেন পুতিন!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদের কারুশিল্পে গড়া রূপোর চা-সেট—অলঙ্কৃত নকশা ও সূক্ষ্ম খোদাই ভরপুর। ভারত-রাশিয়ার দীর্ঘ বন্ধুত্ব আর দুই দেশের ‘চায়ের আড্ডা’-র সাংস্কৃতিক মিলকে সামনে রেখেই এই উপহার বলে জানানো হয়েছে।
advertisement
1/5

বহরমপুর: ইতিমধ্যেই ভারত সফরে রয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন।২৮ ঘণ্টার সফর শেষে ভারতীয় সময় শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
advertisement
2/5
তাঁর হাতে তুলে দেওয়া হল বহরমপুরের সোনাপট্টিতে তৈরি অপূর্ব খোদাই করা রুপোর তৈরি চা সেট। খোদ নরেন্দ্র মোদী এই উপহার তুলে দেন পুতিনের হাতে ।
advertisement
3/5
মুর্শিদাবাদের কারুশিল্পে গড়া রূপোর চা-সেট—অলঙ্কৃত নকশা ও সূক্ষ্ম খোদাই ভরপুর। ভারত-রাশিয়ার দীর্ঘ বন্ধুত্ব আর দুই দেশের ‘চায়ের আড্ডা’-র সাংস্কৃতিক মিলকে সামনে রেখেই এই উপহার বলে জানানো হয়েছে।
advertisement
4/5
জানা গিয়েছে, মুর্শিদাবাদের বিখ্যাত আছে কাঁসার সঙ্গে রুপোর অলংকার ও রুপোর তৈরি জিনিস। আর রুপোর তৈরি এই সেটের অর্ডার আসে দিল্লি থেকেই। আর সেই কাজ শেষ করেই দিল্লি পাঠানো হয় রাশির তৈরির চায়ের সেট।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলার সোনার ব্যবসায়ীরা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার সোনা ও রুপোর অলংকার বিখ্যাত। তবে আমরাও খুশি এই রুপোর তৈরি সেট পুতিনের হাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দেওয়ার জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vladimir Putin: বিশেষ উপহার নরেন্দ্র মোদির তরফ থেকে, বাংলার তৈরি রুপোর টি-সেট রাশিয়ায় নিয়ে গেলেন পুতিন!