Rinku Majumdar's Son's Death: ‘আমি এখন কার কাছে থাকবো! কাকে নিয়ে থাকব’- বান্ধবীকে নিয়ে নতুন জটিল অঙ্ক, রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুতে প্রেমিকা কাঁদতে কাঁদতে পাগল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Rinku Majumdar's Son's Death: সৃঞ্জয়ের দেহ আগলে কান্নায় ভেঙে পড়া বান্ধবীকে ঘিরেই কি তৈরি হয়েছিল জটিলতা!
advertisement
1/5

উত্তর ২৪ পরগনা: দিলীপ জায়া রিঙ্কু মজুমদার এর ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুর পর থেকেই উঠে আসছিল তার এক বান্ধবীর কথা। শোনা গিয়েছে মাস দুয়েক পর হয়তো বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু, তার মধ্যেই ঘটে গেল এমন বিপত্তি। ঘটনাচক্র, ওই বান্ধবীও নাকি ছিলেন রাতে নিউটাউনের শাপুরজি আবাসনের পার্টিতে। Photo- Collected
advertisement
2/5
পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যের কথায়, প্রীতমের ওই বান্ধবীর বাড়ি নেতাজিনগর এলাকায়। সেও নিউটাউনেই আইটি সেক্টরে কর্মরত। গতকাল ঘটনার পর শ্মশানেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় গোলাপি জামা পরা ওই বান্ধবীকে। কান্নায় ভেঙে পড়ে প্রীতমের দেহ আগলে তাকে বলতে শোনা যায়, ‘আমায় ছেড়ে কী করে গেলে! আমি এখন কার কাছে থাকবো! কাকে নিয়ে থাকবো!’ যদিও এই বান্ধবীকে ঘিরেই কয়েকদিন আগে তৈরি হয়েছিল জটিলতা বলেই পারিবারিক সূত্রে জানা গিয়েছে। Photo- Collected
advertisement
3/5
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় "আমি ঝুমা" বলে একটি প্রোফাইল থেকে রিঙ্কু ঘনিষ্ঠ ওই মহিলা দাবি করছেন, রিঙ্কু প্রীতমের বান্ধবী ঐ মহিলাকে যখনই বিয়ের কথা বলতেন, তিনি না বলে দিতেন। বলতো দু'বছর পর ভাবব। মেয়েটির রিঙ্কুর ছেলেকে নানা ভাবে অত্যাচার করত , সেই কথা ছেলে সৃঞ্জয় দিলীপ ঘোষ ও রিঙ্কুকে কিছুদিন আগেই জানিয়ে ছিলেন। তারপরই ওই বান্ধবীকে সৃঞ্জয় ওরফে প্রীতমের ফ্ল্যাটে ঢুকতে বারণ করে দেন। ঘটনার দিন ওই মহিলা কোন উদ্দেশেফ্ল্যাটে ঢোকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায় আরও জানা যাচ্ছে, কাছেই বাড়ি হওয়ার পরওএ টুকু রাস্তাও নিজের টাকায় ভাড়া দিয়ে ফেরননি তিনি। ঢুকে গিয়েছিল সৃঞ্জয়ের ফ্ল্যাটে। Photo- Collected
advertisement
4/5
যদি সৃঞ্জয় বলতো বাড়ি যেতে, তাহলে মেয়েটিকে ৩০০ থেকে ৪০০ টাকা দিতে হতো ক্যাব ভাড়া। সবসময় এরকম ভাবেই টাকা নিতেনওই বান্ধবী। উল্টে রিঙ্কুকে মেসেজ করে জানাতো, তাঁর ছেলে নাকি ওর থেকে টাকা ধার নিয়েছে। যা বলতো মহিলা, সব টাকা রিঙ্কু ওই মহিলাকে দিয়ে দিতেন। এখানেই শেষ নয়, রিঙ্কু ঘনিষ্ঠ ওই মহিলার আরও দাবি, ওই বান্ধবী প্রীতমকে নানা ভাবে অত্যাচার করত। সে কথা ছেলেই মা সহ দিলীপ ঘোষকে জানিয়েছিল কিছুদিন আগেই। Photo- Collected
advertisement
5/5
তারপরই, মা রিঙ্কু ওই বান্ধবীকে ফ্ল্যাটে আসতে বাধা দেয়। এদিন কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সেই বান্ধবীকেই। বিষয়টি তুলে ধরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষও। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে অ্যাকিউট হ্যামারেজিক প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের বলে দাবি করা হলেও, সোশ্যাল মিডিয়ার নেট নাগরিকদের একাংশ দাবি করছেন তদন্তের আওতায় নিয়ে আসা হোক এই বান্ধবীকেও। কারণ মানসিক অত্যাচারও কোনভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে মানুষকে। এখন দেখার প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কথা বলা হয় কিনা রিঙ্কু পুত্র প্রীতমের ওই বান্ধবীর সঙ্গে। Photo- Collected Input- Rudra Narayan Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rinku Majumdar's Son's Death: ‘আমি এখন কার কাছে থাকবো! কাকে নিয়ে থাকব’- বান্ধবীকে নিয়ে নতুন জটিল অঙ্ক, রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুতে প্রেমিকা কাঁদতে কাঁদতে পাগল