TRENDING:

Snake Bite: প্রাণে বাঁচতে ছোবল খাওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগীর পরিবার! তারপর যা ঘটল... শিউরে উঠবেন

Last Updated:
Snake bite: পায়ে ছোবল দেওয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির একদল যুবক। সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা। তাদের মতে, সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের।
advertisement
1/5
প্রাণে বাঁচতে ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগীর পরিবার! তারপর যা ঘটল...শিউরে উঠবেন
বীরভূম: পায়ে ছোবল দেওয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির একদল যুবক। সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা। তাদের মতে, সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের। Representative Image AI
advertisement
2/5
এমন ধারণা নিয়ে পায়ে ছোবল মারা প্রকাণ্ড সাপকে পালাতে দেননি বাড়ির সদস্যরা। ওই সাপটিকে ধরে নিয়েই সটান পৌঁছে যান বীরভূমের সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। বস্তায় বিষাক্ত সাপ ভরে সরাসরি সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ। সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা। সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই আতঙ্ক ছড়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। Representative Image
advertisement
3/5
তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম রীনা রায়, বয়স আনুমানিক (২৫)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল রীনা। সেখানে লুকিয়ে ছিল এক বিষধর সাপ। Representative Image
advertisement
4/5
কাঠের স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই রীনার পায়ের আঙুলে কামড় দেয় ওই সাপটি। বিষের জ্বালায় লুটিয়ে পড়ে রীনা। ঘটনাটি দেখেই পিটিয়ে সাপটিকে মেরে ফেলে বাড়ির লোকেরা। Representative Image
advertisement
5/5
এরপর ওই মৃত সাপটিকে বস্তায় ভরে রীনাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় হাসপাতালে। দ্রুত সেটিকে ইমার্জেন্সি থেকে বের করে নিয়ে যেতে বলা হয়। এরপরই চিকিৎসা শুরু হয় রীনার। তবে চিকিৎসা শুরুর আধঘণ্টার মধ্যেই মৃত্যু হয় রীনার। Representative Image
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake Bite: প্রাণে বাঁচতে ছোবল খাওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগীর পরিবার! তারপর যা ঘটল... শিউরে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল