Newtown Case: নিউটাউনে টোটোর স্প্রিং পেঁচিয়ে খুন-ধর্ষণ, অভিযুক্ত সৌমিত্র আসলে কেমন? মায়ের বক্তব্যে তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Newtown Case: নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য় এল পুলিশের হাতে।
advertisement
1/9

নিউটাউনের কিশোরীকে খুনের পর ধর্ষণ করা হয়। তিন ঘণ্টা নিউটাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর খুন করা হয়। টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে টোটোর মুখেই কিশোরীকে খুন করেন অভিযুক্ত। তারপরও সেই টোটো নিয়ে ঘোরেন। নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য় এল পুলিশের হাতে।
advertisement
2/9
নিউটাউনের ঘটনায় অভিযুক্ত সৌমিত্র রায়ের মায়ের প্রতিক্রিয়া পাওয়া গেল। তিনি বলেন, 'ছেলের অপরাধ ক্ষমাযোগ্য নয়। তাই নির্যাতিতার হয়েই নিজের ছেলের চরম শাস্তি চাইলেন নিউটাউন ধর্ষণকাণ্ডে অভিযুক্তের মা।'
advertisement
3/9
অভিযুক্ত সৌমিত্র রায়ের মা আরও জানান, 'ছোটবেলা কেটেছে হস্টেলে। মাধ্যমিক পাশ করেনি। প্রথম স্ত্রী অন্যের বিবাহিত বউ ছিল, সেও সুইসাইড করে মারা যায়।'
advertisement
4/9
তিনি আরও জানান, 'আগে মার্বেলের কাজ করত সৌমিত্র। বুধবার নদিয়ার ধানতলার বড়বড়িয়ায় নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে নিজেই সুর চড়ান।'
advertisement
5/9
তাঁর দাবি, অল্প বয়স থেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে সৌমিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌমিত্র ছেড়ে দেয় পড়াশোনাও।
advertisement
6/9
অন্যের বাড়িতে আয়া অথবা পরিচারিকার কাজ করে ছেলেকে বোর্ডিং স্কুলে ভর্তি করলেও, তাকে লেখাপড়া শেখাতে ব্যর্থ হন মা ঝর্ণা রায়।
advertisement
7/9
তাঁর দাবি, ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না। ছেলের সঙ্গে কথা হয়েছিল বেশ কয়েক মাস আগে। মায়ের জন্য টাকাও পাঠাত না বাড়িতে।
advertisement
8/9
রাণাঘাট দু'নম্বর ব্লকের বড়বড়িয়া গ্রামের বাসিন্দা হলেও, কর্মসূত্রে থাকত নিউটাউনে।
advertisement
9/9
একসময় কর্মসূত্রে কলকাতাতে থাকতেন অভিযুক্ত সৌমিত্রের মা ঝর্ণাও। (রঞ্জিত সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Newtown Case: নিউটাউনে টোটোর স্প্রিং পেঁচিয়ে খুন-ধর্ষণ, অভিযুক্ত সৌমিত্র আসলে কেমন? মায়ের বক্তব্যে তোলপাড়