TRENDING:

নেপাল এখনও অগ্নিগর্ভ...! প্রভাব হাওড়ার এই 'ব্যবসায়ীদের' ঘাড়ে! হঠাৎ কীসের রফতানি বন্ধ হল জানেন?

Last Updated:
Nepal Gen Z Protest: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে দারুণ ক্ষতি হাওড়ার বহু ব্যবসায়ী! অশান্ত নেপাল তার প্রভাব ভারতের বাজারে। সমস্যায় হাওড়া'র রঙিন মাছ ব্যবসায়ীরা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অস্বস্তি বেড়েছে ব্যবসায়ীদের।
advertisement
1/5
নেপাল এখনও অগ্নিগর্ভ..! প্রভাব হাওড়ার এই 'ব্যবসায়ীদের' ঘাড়ে! হঠাৎ কীসের রফতানি বন্ধ হল?
হাওড়া, রাকেশ মাইতি: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে দারুণ ক্ষতি হাওড়ার বহু ব্যবসায়ী! অশান্ত নেপাল তার প্রভাব ভারতের বাজারে। সমস্যায় হাওড়া'র রঙিন মাছ ব্যবসায়ীরা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অস্বস্তি বেড়েছে ব্যবসায়ীদের।
advertisement
2/5
বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কাটিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার চলছে। এর এক বছরের মধ্যেই প্রতিবেশী দেশে নেপালে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। আগুনে ভস্মীভূত সাংসদ ভবন, প্রধান মন্ত্রী'র বাসভবন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে নেটওয়ার্ক পরিষেবা। এমন অবস্থায় এ দেশীয় ব্যবসায় পড়েছে প্রভাব। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
হাওড়ার শ্যামাশ্রী, সিটিআই এর মত বিভিন্ন এলাকার বহু ব্যবসায়ী সারা দেশে বিভিন্ন শহরে রঙিন মাছ রপ্তানি করেন। দেশের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশে রঙিন মাছ রপ্তানিও হয়। তার মধ্যে অন্যতম নেপাল। ভারতের বাজার থেকে নেপালে বিভিন্ন দামের রঙিন মাছের চাহিদা রয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
গত প্রায় দু'দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন শহরে পাশপাশি নেপালে মাছ রফতানি করছেন হাওড়ার ব্যবসায়ী। বর্তমানে হাওড়ার সিটিআই কদমতলা শ্যামাশ্রী মহিয়ারি-সহ বিভিন্ন এলাকার কয়েকশো ব্যবসায়ী রঙিন মাছ ব্যবসার সঙ্গে যুক্ত। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানের পাশপাশি নেপালে রঙিন মাছ রফতনি করেন। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে নতুন করে মাছের অর্ডার মিলছে না। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত শনিবার শেষবার নেপালে কথা হয়েছিল। ওইদিন বেশ কিছু মাছের অর্ডার আসে। অর্ডার অনুযায়ী সোমবার মাছ পাঠান হয়। তবে এর পর আর যোগাযোগ আর কোনও রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘদিনের যোগাযোগ বেশিরভাগ ক্ষেত্রে পেমেন্ট আগে তারপর মাছ রফতানি হয়। অনেক সময় রফতানির পর টাকা মেলে এমনও রয়েছে। ফলে কিছু ব্যবসায়ীর টাকা আটকেও রয়েছে। আবার অনেকই জানাচ্ছে এখানকার ব্যবসায়ীরা শুধুমাত্র নেপালের উপর নির্ভর নয়, এই অবস্থায় সমস্যা হলেও অস্বস্থিকর হয়ে ওঠেনি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নেপাল এখনও অগ্নিগর্ভ...! প্রভাব হাওড়ার এই 'ব্যবসায়ীদের' ঘাড়ে! হঠাৎ কীসের রফতানি বন্ধ হল জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল