TRENDING:

DVC Water Discharge: ফের জল জল ছাড়ল ডিভিসি-পাঞ্চেত, পুজোর মুখে বন্যার আশঙ্কায় বাংলা

Last Updated:
maithon and panchet again discharge huge water many villages in West Bengal are under threat of floods: সোমবারের পর মঙ্গলবারও ফের জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত। যদিও এদিন মাইথন কম জল ছেড়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পাঞ্চেত।
advertisement
1/7
ফের জল জল ছাড়ল ডিভিসি-পাঞ্চেত, পুজোর মুখে বন্যার আশঙ্কায় বাংলা
নাছোড় বৃষ্টিপাত। তারপর ফলেই মঙ্গলবার ফের জল ছাড়ল ডিভিসির মাইথন এবং পাঞ্চেত ড্যাম।
advertisement
2/7
ঝাড়খন্ড এবং বাংলার একাধিক জেলায় ২-৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তারফলে জলস্তর বেড়েছে দামোদর ও বরাকর নদীতে।
advertisement
3/7
জলাধারে হু হু করে জল ঢুকতে থাকায়, ব্যাপক জল ছাড়া হচ্ছে। যার ফলে বাংলার নিম্ন অববাহিকা এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে।
advertisement
4/7
সোমবারের পর মঙ্গলবারও ফের জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত। যদিও এদিন মাইথন কম জল ছেড়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পাঞ্চেত।
advertisement
5/7
মঙ্গলবার ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত। মাইথন পরিমাণ কমিয়ে এদিন ৩৫ হাজার কিউসেক জল ছেড়েছে।
advertisement
6/7
ডিভিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টির কারনেই দুই জলাধার থেকে জল ছাড়াতে হচ্ছে।
advertisement
7/7
পরপর দু'দিন এত বেশি পরিমান জল ছাড়ার ফলে, দামদরের নিম্ন উপত‍্যকার বিভিন্ন অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
DVC Water Discharge: ফের জল জল ছাড়ল ডিভিসি-পাঞ্চেত, পুজোর মুখে বন্যার আশঙ্কায় বাংলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল