TRENDING:

Love Marriage Dhoka: ৩ বছরের মধ্যেই প্রেম ফুড়ুৎ! বউ সারাদিন পরপুরুষদের সঙ্গে চ্যাটে ব্যস্ত, মাথা নেড়া করে শ্রাদ্ধ করলেন স্বামী

Last Updated:
North 24 Parganas News: ভালবাসার সম্পর্কের এই পরিণতি! জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’ হিঙ্গলগঞ্জের সেনাকর্মীর
advertisement
1/5
৩ বছরের মধ্যেই প্রেম ফুড়ুৎ! বউ পরপুরুষদের সঙ্গে চ্যাটে ব্যস্ত, মাথা নেড়া করে শ্রাদ্ধ ...
উত্তর ২৪ পরগণা: হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। অথচ তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতেই ‘শ্রাদ্ধ’ করলেন তিনি! নিয়ম মেনে ছবি পুড়িয়ে, পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি।
advertisement
2/5
প্রেমপর্ব শুরু হয়েছিল তিন বছর আগে। ধলতিথা এলাকার ৩৩ বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয়, এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালবাসার সম্পর্ক। সমাজের বাধা পেরিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল। কিন্তু তারপরেই বাঁধে গন্ডগোল। Photo- Representative
advertisement
3/5
নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন, তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। Photo- Representative
advertisement
4/5
এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, ছবিটি পুড়িয়ে দেন। মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করেন। নরেনবাবু বলেন, "আমার কাছে স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম।" Photo- Representative
advertisement
5/5
এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। কেউ বলছেন, এমন ‘শ্রাদ্ধ’ নজিরবিহীন, আবার কেউ বলছেন ভালবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল— প্রেমে বিশ্বাসভঙ্গের মূল্য কি এমনই হবে?  Photo- Representative Input- Julfikar Molla
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Love Marriage Dhoka: ৩ বছরের মধ্যেই প্রেম ফুড়ুৎ! বউ সারাদিন পরপুরুষদের সঙ্গে চ্যাটে ব্যস্ত, মাথা নেড়া করে শ্রাদ্ধ করলেন স্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল