শীতের মিঠে দুপুরে কাছেপিঠে 'ইতিহাস' ঘাঁটতে চান? ঘুরে আসুন এখানে, স্মরণীয় হয়ে থাকবে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়া শহরের বুকে দুর্দান্ত একটি জায়গা! ঘুরে আসুন শীতের দুপুরে।
advertisement
1/6

শিক্ষার্থীদের জন্য শীতকালের সেরা ঠিকানা এটিই। ছুটে যান বার বার। বলুন তো কোন জায়গা? চিনতে পারছেন?
advertisement
2/6
বাঁকুড়ার গান্ধী বিচার পরিষদে রয়েছে গান্ধী মেমোরিয়াল স্থায়ী চিত্র সংগ্রহশালা। শীতের দুপুরে কাছেপিঠে কোনও শিক্ষনীয় স্থানে যেতে চাইলে এটিই আপনার সেরা ঠিকানা।
advertisement
3/6
প্রায় ৫০০ থেকে ৫৫০ টি "rarest of the rare" অর্থাৎ খুবই দুর্লভ কিছু ছবি রয়েছে এই চিত্রশালায়। ঘুরে দেখতে দেখতে আহরণ করবেন ইতিহাসের স্বাদ।
advertisement
4/6
প্রতিটি ছবি সুন্দর করে সযত্নে রাখা রয়েছে আলোর সামনে। দেখে মনে হবে একটি সুন্দর প্রদর্শনীতে প্রবেশ করেছেন।
advertisement
5/6
সাউথ আফ্রিকার প্রিটোরিয়া থেকে গান্ধীজীর দেশ স্বাধীন করার ইতিহাস, পুরোটাই রয়েছে এই চিত্রশালায়।
advertisement
6/6
তবে মানুষের আনাগোনা সংগ্রহশালা আর কিছুটা কমেছে। এই মোক্ষম সুযোগ ঘুরে আসুন ফাঁকায় ফাঁকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শীতের মিঠে দুপুরে কাছেপিঠে 'ইতিহাস' ঘাঁটতে চান? ঘুরে আসুন এখানে, স্মরণীয় হয়ে থাকবে!