TRENDING:

Local Train Cancellation: শিয়ালদহ-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় ৪৬ লোকাল বাতিল, রবিবার পর্যন্ত কোন কোন ট্রেন থাকছে না? রইল তালিকা

Last Updated:
Local Train Cancellation: ৫৬ ঘণ্টা রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রি-মডেলিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। সকাল দশ'টা থেকে রবিবার সন্ধ্যে ছ'টা পর্যন্ত প্রায় ৪৬ ট্রেন বাতিল থাকবে।
advertisement
1/6
শিয়ালদহ-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় ৪৬ লোকাল বাতিল, রবিবার পর্যন্ত কোন কোন ট্রেন থাকছে না?
*প্রায় ৫৬ ঘণ্টা রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রি-মডেলিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার্সের তথ্যসূত্র মারফৎ জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল দশ'টা থেকে রবিবার সন্ধ্যে ছ'টা পর্যন্ত ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ থাকবে বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী প্রায় ৪৬ ট্রেন বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে: আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৩৮, ডাউন ৩১৫৪০, ডাউন ৩১৫৪২। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*একইভাবে শনিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল থাকবে: আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮, আপ ৩১৫৩৮, আপ ৩১৫৪০, আপ ৩১৫৪২ ট্রেন। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*শনিবার রানাঘাট-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ এবং শনিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল ট্রেনগুলি হলঃ আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬। একইভাবে শনিবার রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৭২৫, আপ ৩১৭২৬ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৮৪৩ ও ডাউন ৩১৮৪৪ ট্রেন চলবে না। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮ ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে রবিবার রানাঘাট-শান্তিপুর শাখায় আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ ট্রেন বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*শুক্রবার ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল রাত ৩ঃ২২ মিনিটের পরিবর্তে ভোর ৪ঃ০৭ মিনিটে ছাড়বে। একইভাবে ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শুক্রবার রাত ১০ঃ১৫ মিনিটের পরিবর্তে শনিবার রাত ১২ঃ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। ফলে সপ্তাহ শেষে দুর্ভোগে পড়তে হবে সাধারণ যাত্রীদের। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Local Train Cancellation: শিয়ালদহ-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় ৪৬ লোকাল বাতিল, রবিবার পর্যন্ত কোন কোন ট্রেন থাকছে না? রইল তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল