TRENDING:

উত্তরবঙ্গ এক্সপ্রেসে আচমকা হুড়মুড়িয়ে উঠে এল 'ওঁরা'...! কয়েক মিনিটেই যা ঘটল, প্যাসেঞ্জাররা 'থ', চোখ কপালে তুলল RPF

Last Updated:
Indian Railways: ২৬শে জুলাই, ২০২৫। অন্যান্য দিনের মতো সেদিনও ১৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি ছুটছিল শিয়ালদহ অভিমুখে। আচমকাই হুড়মুড়িয়ে ট্রেনে চড়াও হল এক বিরাট আরপিএফ বাহিনী। এরপরেই ট্রেন জুড়ে শুরু বিরাট খেলা।
advertisement
1/10
উত্তরবঙ্গ এক্সপ্রেসে আচমকা হুড়মুড়িয়ে উঠে এল 'ওঁরা'! কয়েক মিনিটেই যা ঘটল, প্যাসেঞ্জাররা 'থ'
২৬শে জুলাই, ২০২৫। অন্যান্য দিনের মতো সেদিনও ১৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি ছুটছিল শিয়ালদহ অভিমুখে। আচমকাই হুড়মুড়িয়ে ট্রেনে চড়াও হল এক বিরাট আরপিএফ বাহিনী। এরপরেই ট্রেন জুড়ে শুরু বিরাট খেলা।
advertisement
2/10
জানা যায় আগেই খবর ছিল একটি দলের বেআইনি গতিবিধি নিয়ে। খবর পেয়েই একটি বিশেষ অভিযান চালায় আরপিএফ-এর বিশেষ দল। ১৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটিতে নীরবে ওই দলটির উপর নজর রেখে চলছিল আরপি। AI Generated Representative Image
advertisement
3/10
কিছুক্ষণেই যা ঘটল তা অবিশ্বাস্য। যাত্রীদের চোখ কপালে উঠল কাণ্ড দেখে। জানেন কারা ছিলেন ওই ট্রেনে? কী ভয়ঙ্কর খেলা চলছিল চলন্ত ট্রেনের মাধ্যমে শুনলে শিউরে উঠবেন আপনিও। AI Generated Representative Image
advertisement
4/10
মাদকবিরোধী অভিযানে এক বড় সাফল্য অর্জন করে ওই সন্দেহভাজন দলটির কাছ থেকে কী উদ্ধার করল আরপিএফ জানেন? জানলে চমকে যাবেন এদিন “অপারেশন নারকোস”-এর অধীনে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রেনের মাধ্যমে পাচার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয় পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের আরপিএফ। AI Generated Representative Image
advertisement
5/10
রেলসূত্রে খবর, শিয়ালদহ আরপিএফ ট্রেন থেকে ১২১ কেজি গাঁজা উদ্ধার করল রেল। যার আনুমানিক মূল্য ₹২৪.২ লক্ষ টাকা। AI Generated Representative Image
advertisement
6/10
তল্লাশির সময় ৮ জন সন্দেহভাজনকে আটক করা হয়, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন কিশোর রয়েছে। তাঁদের কাছ থেকে ছয়টি ব্যাগে মোট ১২১ কেজি গাঁজা (ক্যানাবিস) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ₹২৪,২০,০০০। AI Generated Representative Image
advertisement
7/10
ধৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যকে শিয়ালদহ জিআরপিএস-এর হাতে তুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এনডিপিএস আইনের (Narcotic Drugs and Psychotropic Substances Act) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। Representative Image
advertisement
8/10
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ৫৭ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয় রানাঘাট রেল স্টেশন থেকে। ২২ জুলাই মঙ্গলবার নদিয়ার রানাঘাট স্টেশনে গেদে-রানাঘাট লোকাল থেকে পাঁচটি সোনার বিস্কুট-সহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন ৫৮৩ গ্রাম। Representative Image
advertisement
9/10
বাজেয়াপ্ত করা সোনার আনুমানিক বাজার মূল্য ৫৭,৬৮,৭৮৫ টাকা। ধৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত করা সোনা-সহ রানাঘাটে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। শিয়ালদহ ডিভিশনাল সিকিউরিটি কমিশনার জানিয়েছেন, চোরাচালান রুখতে অপারেশন সতর্ক চালাচ্ছে পূর্ব রেল। Representative Image
advertisement
10/10
ভারতীয় রেল ও আরপিএফ কর্মীরা যৌথ ভাবে রেলপথে অপরাধমূলক কাজ বন্ধ করতে বদ্ধপরিকর! এই উদ্দেশ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে অবিরত চেকিং করছেন আরপিএফ জওয়ানরা। যাতে চোরাচালান রোধ করা যায় এবং কঠোর নজরদারি বজায় রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই দিকে কড়া নজর আরপিএফ-এর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
উত্তরবঙ্গ এক্সপ্রেসে আচমকা হুড়মুড়িয়ে উঠে এল 'ওঁরা'...! কয়েক মিনিটেই যা ঘটল, প্যাসেঞ্জাররা 'থ', চোখ কপালে তুলল RPF
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল