TRENDING:

Bankura News: সুগার ফ্রি চপ থেকে বিদেশ স্পেশাল মণ্ডা! সেরা ৪ খাবারে জন্য লাইন পড়ে বাঁকুড়ায়! ঘুরতে গিয়ে একদম মিস করবেন না

Last Updated:
বাঁকুড়া শহরের চারটি মোক্ষম লোভনীয় খাবার। বাঁকুড়া শহর এলে একদম মিস করবেন না। এই খাবারগুলি খেতে লেগে যায় লম্বা লাইন।
advertisement
1/6
সুগার ফ্রি চপ থেকে বিদেশ স্পেশাল মণ্ডা! সেরা ৪ খাবারে জন্য লাইন পড়ে বাঁকুড়ায়!
বাঁকুড়া শহরের চারটি মোক্ষম লোভনীয় খাবার। বাঁকুড়া শহর এলে একদম মিস করবেন না। এই খাবারগুলি খেতে লেগে যায় লম্বা লাইন।
advertisement
2/6
একটু একটু গরম পড়েছে তাই প্রথমেই চলে যান বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার সুমনের মাত্র ২০ টাকার চকলেট লস্যি খেতে।
advertisement
3/6
প্রায় ২৫ থেকে ৩০ টি মসলা সহযোগে নিপুনভাবে তৈরি করা 'ফায়ার পান' পেয়ে যাবেন বাঁকুড়া শহরের কিষাণ মান্ডিতে রঞ্জনের পানের দোকানে। এই স্পেশাল ধোঁয়া ওঠা জাম্বো পান পুরোপুরি মুখে ঢোকানো প্রায় অসম্ভব।
advertisement
4/6
বাঁকুড়া শহরের নুনগোলা রোডের ওপর অবস্থিত ঘন্ট সুইটস এ এলেই পেয়ে যাবেন একদম সামান্য মূল্যে দুর্দান্ত খাস মন্ডা ও লুচি তরকারি। দোকানের মালিক হীরালাল নাগ বলেন "এই মন্ডা পাড়ি দিয়েছে আফ্রিকা থেকে আমেরিকা।"
advertisement
5/6
চপ, তাও আবার সুগার ফ্রি! সাগরের আজব আবিষ্কারে তোলপাড় বাংলা, কীভাবে তৈরি হয় জানেন! বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার সাগরের চপের দোকানে সবসময় উপচে পড়া ভিড়। মাত্র ৫ টাকায় সাধারণ আলুর চপ তো আছেই। সঙ্গে হাতের তালুর সমান ১০ টাকার জাম্বো চপ।
advertisement
6/6
তাই আর দেরি কেন? বাঁকুড়া শহরেই থাকেন বাঁকুড়া শহরেই থাকেন? নাকি আশেপাশে রয়েছেন? তাহলে চলে আসুন এবং চেখে দেখুন এই চার খাবার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: সুগার ফ্রি চপ থেকে বিদেশ স্পেশাল মণ্ডা! সেরা ৪ খাবারে জন্য লাইন পড়ে বাঁকুড়ায়! ঘুরতে গিয়ে একদম মিস করবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল