Ganesh Puja: লক্ষ্মীপুজোয় গণেশ বন্দনা! মুর্শিদাবাদে ধুমধাম করে সিদ্ধিদাতার আরাধনা, বাড়ি বসেই দেখুন ছবি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Ganesh Puja: বিসর্জনের সময় বিশেষ মাহাত্ম্য বহন করেন সিদ্ধিদাতা গণেশ। অন্যান্য প্রতিমা বিসর্জনের সময় উল্টো দিকে মুখ করে নিয়ে যাওয়া হলেও একমাত্র ব্যতিক্রম এই গণেশ প্রতিমা। এই প্রতিমা সামনের দিকে মুখ করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
1/5

লক্ষ্মীপুজোর দিন গণেশ বন্দনায় মেতে উঠল মুর্শিদাবাদ জেলার কান্দির মোদক পরিবার। এখানে প্রায় ২০০ বছর ধরে লাল রঙয়ের গণেশ প্রতিমা পূজিত হয়ে আসছে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/5
মুর্শিদাবাদে কান্দি শহরের লোহাপট্টি এলাকার রুজ পরিবার। সেই পরিবারে আজও পুরনো ঐতিহ্য, রীতিনীতি মেনে মহা ধুমধাম করে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়।
advertisement
3/5
দুর্গাপুজোর পর ধুমধাম করে কোজাগরী লক্ষ্মীপুজো নিয়ে যখন অন্যরা মাতোয়ারা, তখন লোহাপট্টির মোদক পরিবারের গণেশ পুজো এই এলাকা মাতিয়ে রাখে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
advertisement
4/5
আজও বিসর্জনের সময় বিশেষ মাহাত্ম্য বহন করেন সিদ্ধিদাতা গণেশ। অন্যান্য প্রতিমা বিসর্জনের সময় উল্টো দিকে মুখ করে নিয়ে যাওয়া হলেও একমাত্র ব্যতিক্রম এই গণেশ প্রতিমা। এই প্রতিমা সামনের দিকে মুখ করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
5/5
এই প্রতিমা উল্টো দিকে মুখ করে নয়, বরং সোজা মুখ অর্থাৎ সামনের দিকে মুখ করেই বিসর্জনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এবারও মহা ধুমধাম করে কান্দি শহরের বাজারের লোহাপট্টি এলাকায় রুজ পরিবারে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ganesh Puja: লক্ষ্মীপুজোয় গণেশ বন্দনা! মুর্শিদাবাদে ধুমধাম করে সিদ্ধিদাতার আরাধনা, বাড়ি বসেই দেখুন ছবি