Extramarital Affair: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জের৷ বৌদির প্রেমে প্রত্যাখ্যান হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করার চেষ্টা যুবকের।
advertisement
1/4

বৌদির প্রেমে প্রত্যাখ্যান হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা যুবকের। ঘটনাটি শান্তিপুর থানার কালনা ঘাটের। রবিবার শান্তিপুর - কালনা ঘাটের একটি ভেসেলে ওঠে এক যুবক। ভেসেলটি ঘাট থেকে ছাড়তেই ওই যুবক আচমকাই ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। ভেসেলের মাঝিরা ওই যুবককে উদ্ধার করে গঙ্গা থেকে। বেশ খানিকটা সময়ের চেষ্টাই ওই যুবককে গঙ্গা থেকে উদ্ধার করে ভেসেলে তোলে। Photo- Representative
advertisement
2/4
ভেসেলটি ঘাট থেকে ছাড়তেই ওই যুবক আচমকাই ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। ভেসেলের মাঝিরা ওই যুবককে উদ্ধার করে গঙ্গা থেকে। বেশ খানিকটা সময়ের চেষ্টাই ওই যুবককে গঙ্গা থেকে উদ্ধার করে ভেসেলে তোলে। Photo- Representative
advertisement
3/4
ওই যুবকের কাছ থেকে জানা যায়, ওই যুবকের বৌদির সাথে দু'বছরের প্রেমের সম্পর্ক, এখন ওই বৌদি তার প্রেমকে প্রত্যাখ্যান করেছে। সেই কারণেই মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই যুবক।Photo- Representative
advertisement
4/4
কালনা ঘাটে কর্তব্যরত সিভিক পুলিশরা ওই যুবককে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করে। জানা যায় ওই যুবকের নাম প্রতীক ধর, বাড়ি বর্ধমান জেলার সুলতানপুর এলাকায়।Photo- Representative
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Extramarital Affair: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর