Smuggling: সাধুর বেশে ইনি কে! রাজপথে গাড়ির দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য! পুলিশেরও চোখ ছানাবড়া
- Published by:Shubhagata Dey
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Smuggling News: জাতীয় সড়কে চারচাকা গাড়ি আটকে পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় ৭২ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, গ্রেফতার বীরভূমের যুবক।
advertisement
1/7

*জাতীয় সড়কে চারচাকা গাড়ি আটকে পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় ৭২ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেফতার বীরভূমের যুবক। পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও দেওয়ানদিঘী থানার যৌথ অভিযানে মাদক প্রতিরোধে বড়সড় সাফল্য। প্রতিবেদনঃ শরদিন্দু ঘোষ। ফাইল ছবি।
advertisement
2/7
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমান ৭১ কেজি ৯০০ গ্রাম। অত্যন্ত গোপনে ১১ প্যাকেটবন্দি অবস্থায় চারচাকা গাড়ি করে এই গাঁজা কোচবিহারের মাথাভাঙা থেকে বর্ধমানের নবাবহাট এলাকায় হাতবদলের জন্য নিয়ে আসা হচ্ছিল। ফাইল ছবি।
advertisement
3/7
*গোপন সূত্রে খবর মিলতেই বর্ধমান সিউড়ি এনএইচ ২ বি -র তালিত রেলগেট এলাকায় গাড়িটিকে যৌথভাবে আটক করে জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও দেওয়ানদিঘী থানার পুলিশ। পুলিশ দেখেই বাকিরা গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেও চালক ধরা পড়ে যায়। প্রতীকী ছবি।
advertisement
4/7
*ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বাজেয়াপ্ত করা হয় গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় রাহা, বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। এই পাচারের সঙ্গে আরও কারা কারা জড়িত?কোথায় এই গাঁজা সরবরাহ করা হত? জানতে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বর্ধমান আদালতে পেশ করা হবে। প্রতীকী ছবি।
advertisement
5/7
*স্থানীয়রা জানান, গাড়িতে বেশ কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন সাধুরবেশেও ছিলেন। পুলিশের চোখে ধুলো দিতে মকর সংক্রান্তির সকালে এই সাধুবেশ ধারণ বলেই অনুমান স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ডিস্ট্রিক্ট এসওজি এবং দেওয়ানদিঘী পুলিশ স্টেশনের যৌথ টিমের অভিযানে তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে একটি ছোট চার চাকার গাড়ি আটক করা হয়। তল্লাশির পর এই গাড়িতে ১১ প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতীকী ছবি।
advertisement
6/7
*সঠিক আইনানুগ পদ্ধতি বজায় রেখে, দেওয়ানদিঘী থানার পুলিশ সাইথিঁয়া, বীরভূমের নিবাসী অভিযুক্ত চালক সঞ্জয় রাহার কাছ থেকে থেকে প্রায় ৭১.৯০০ কেজি ওজনের ওই ১১ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমান-১ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সম্পূর্ণ বাজেয়াপ্ত করার পদ্ধতিটি সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করার পদ্ধতি শুরু করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
7/7
*অভিযুক্তের কাছ থেকে জানা গিয়েছে, সে কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজার এই চালানটি বর্ধমান শহরের কাউকে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। অভিযুক্তকে বর্ধমান আদালতে হাজির করা হয় এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Smuggling: সাধুর বেশে ইনি কে! রাজপথে গাড়ির দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য! পুলিশেরও চোখ ছানাবড়া