TRENDING:

Digha: দিঘায় ঢুকলেই 'ডবল ধামাকা'...! সাগরপাড়ে এসব হচ্ছেটা কী? থিকথিক করছে মানুষের ঢল, দেখলে পিলে চমকে যাবে

Last Updated:
Digha: সমুদ্রকেন্দ্রিক পর্যটন শহর দিঘায় এবার নতুন পালক সংযোজন হতে চলেছে। জগন্নাথ মন্দিরে মাসির বাড়ি ঢোকার আগে সুবিশাল গেট চোখে পড়বে। নাম চৈতন্যদ্বার। 
advertisement
1/10
দিঘায় ঢুকলেই 'ডবল ধামাকা'...! সাগরপাড়ে এসব হচ্ছেটা কী? দেখলে পিলে চমকে যাবে
বাঙালির সব থেকে প্রিয় বেড়ানোর জায়গা দিঘা দিন দিন আমূল পরিবর্তন হচ্ছে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায়। তবে এবার যা হতে চলেছে তাতে দিঘার চিত্রটাই বদলে যাবে। পর্যটকদের দিঘা বাড়ানোর মজাটা আরও দ্বিগুণ হবে।
advertisement
2/10
দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ যেদিন থেকেই শুরু হয়েছে মানুষের কৌতুহলের শেষ নেই। কবে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। এবার দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজের মধ্যেই আর বড় খবর মিলল। দিঘায় এবার জগন্নাথ মন্দিরের পাশাপাশি হতে চলেছে চৈতন্যদ্বার।
advertisement
3/10
 বর্তমানে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষ হলেই আরও একটি গুরুত্বপূর্ণ পালক দিঘার মুকুটে সংযোজিত হতে চলেছে। দিঘায় এবার জগন্নাথ মন্দিরের পর চৈতন্যদ্বার নির্মাণ কাজের তোড়জোড় শুরু হল।
advertisement
4/10
দিঘা জগন্নাথ মন্দির প্রবেশের পথেই এই চৈতন্যদ্বার তৈরি হবে। ফলে দিঘার পর্যটন মানচিত্রে জগন্নাথ মন্দিরের পাশাপাশি চৈতন্যদ্বার বিশেষভাবে স্থান পাবে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/10
বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটনকেন্দ্র নয়। সময় যত এগোচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা হয়ে উঠেছে আরও অপরূপ সুন্দর। ঝা চকচকে রাস্তাঘাট মেরিন ড্রাইভ, একাধিক বিনোদনের পার্ক। এর পাশাপাশি দিঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির আগামী দিনে দিঘার পর্যটন মানচিত্রকে বদলে দেবে।
advertisement
6/10
সবকিছু ঠিকঠাক থাকলেই ২০২৫ সালেই জগন্নাথ মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। এবার জগন্নাথ মন্দিরের কাছে দিঘা গেটের অনুরূপ একটি গেট তৈরি করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নাম হবে চৈতন্যদ্বার।
advertisement
7/10
সবকিছু ঠিকঠাক থাকলেই ২০২৫ সালেই জগন্নাথ মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। এবার জগন্নাথ মন্দিরের কাছে দিঘা গেটের অনুরূপ একটি গেট তৈরি করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নাম হবে চৈতন্যদ্বার।
advertisement
8/10
ওল্ড দিঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তায় চৈতন্যদ্বার জায়গা চিহ্নিত করেছে প্রশাসন। সম্প্রতি মাপ শুরু করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই জগন্নাথদ্বার তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
advertisement
9/10
দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব বিশ্বাস জানান, 'জগন্নাথ মন্দিরের কাছে একটি তোরণ নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে।জায়গার ক্ষেত্র সমীক্ষাও হয়েছে। খুব তাড়াতাড়ি এই তোরণ নির্মাণের কাজ শুরু হবে। কাজ করবে হিডকো।'
advertisement
10/10
বর্তমানে দিঘা শুধুমাত্র সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। আগামী দিনে জগন্নাথ মন্দির ও এই চৈতন্যদ্বার দিঘার পর্যটন মানচিত্রকে বদলে দেবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় ঢুকলেই 'ডবল ধামাকা'...! সাগরপাড়ে এসব হচ্ছেটা কী? থিকথিক করছে মানুষের ঢল, দেখলে পিলে চমকে যাবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল