Digha News: হইহই কাণ্ড, রবিবার সকালেই দিঘা মোহনায় লক্ষ লক্ষ টাকার মাছ! খাওয়ার আগেই দেখতে ভিড় জামালেন পর্যটকরা
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:PANKAJ DASHRATHI
Last Updated:
দিঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
advertisement
1/5

আজ, রবিবার সকাল সকাল দিঘায় হইহই কাণ্ড! এমনিতেই সারা বছর জুড়ে দিঘাতে পর্যটকদের ভিড়৷ আর এই সময়, পুজোর পরপর উইকেন্ডে প্রচুর মানুষ দিঘা সৈকতে আরামে সময় কাটাচ্ছেন৷ তার মধ্যেই এসে গেল বিরাট নিউজ!যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণের৷ (Representative Image)
advertisement
2/5
রবিবার সকালে দিঘা মহোনায় প্রায় এক কোটি টাকায় দরে নিলাম হল এই ৯০ পিস তেলিয়া ভলা যার প্রতিটি ওজন ৩০ থেকে ৩৫ কেজি।(Representative Image)
advertisement
3/5
দিঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।(Representative Image)
advertisement
4/5
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।(Representative Image)
advertisement
5/5
ট্রলার মালিক আশিক খান, আড়ৎ দার আজিৎ বাড়াই জানান যে মোট ৯০ টি তেলিয়া ভোলা মাছ উঠেছে, আনুমানিক মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা৷ কিন্তু এই তেলিয়া ভোলার দাম এত বেশি? মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রফতানি হয়। (Representative Image)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: হইহই কাণ্ড, রবিবার সকালেই দিঘা মোহনায় লক্ষ লক্ষ টাকার মাছ! খাওয়ার আগেই দেখতে ভিড় জামালেন পর্যটকরা