West Bengal Teacher: ঠাকুরঘরে কোটি কোটি টাকা! শিক্ষকের বাড়িতে বিরাট কাণ্ড! সাতসকালে পুলিশ হাজির, তল্লাশিতে যা উঠে এল...
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
West Bengal Teacher : শ্বশুরবাড়ির ঠাকুর ঘরের একটি বাক্সের মধ্যে লক্ষাধিক টাকার হদিস মেলে। বিভিন্ন জায়গায় এই টাকাগুলি রাখা ছিল। এদিন প্রায় কোটি টাকা মিলতেই বালুরঘাটে অভিযানে এসে চোখ কপালে ওঠার জোগার গঙ্গারামপুর থানার পুলিশের।
advertisement
1/6

অবৈধ বেটিং কারবারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন কুণাল দাস (৩৪), অপূর্ব সরকার (৩৭)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্থপাড়ায়।-সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
গঙ্গারামপুর থেকে গ্রেফতার হওয়া শিক্ষক অপূর্ব সরকারকে জিজ্ঞাসাবাদ করে বালুরঘাটে এসে পৌঁছান গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। -সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শশুর বাড়িতে বেআইনি বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে পুলিশ। এদিন শোবার ঘরে খাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।
advertisement
4/6
এবিষয়ে পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, "জুয়ার মামলায় একটি অভিযান হয়। এখনই এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে, জুয়ার মাধ্যমে অবৈধ বহু টাকা লেনদেন ও আয় করত ওই চক্রের সদস্যরা। সেই টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে।"
advertisement
5/6
পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় কোটি টাকার অংক ছুঁতে পারে এই টাকা। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তল্লাশি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিছু বলা যাবে। এই মুহূর্তে টাকা গোনার মেশিন এনে নোট গণনার কাজ চলছে।
advertisement
6/6
অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। বিগত ১০-১২ দিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না। এদিন পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি স্বীকার করেন টাকা রাখা হয়েছে বালুরঘাটে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Teacher: ঠাকুরঘরে কোটি কোটি টাকা! শিক্ষকের বাড়িতে বিরাট কাণ্ড! সাতসকালে পুলিশ হাজির, তল্লাশিতে যা উঠে এল...