TRENDING:

Crime News: ঘরে ঘরে এ কী কাজ চলছিল! তা বলে এই এলাকায় এই সব, পুলিশ এসে যা যা পেল, লজ্জা-লজ্জা

Last Updated:
Crime News: জেলা শহরের এই বাড়িতে চলছিল এইসব! পুলিশ ‌যেতেই ‌যা জানা গেল, ছি ছি করছে এলাকাবাসী
advertisement
1/6
কাজ চলছিল! তা বলে এই এলাকায় এই সব, পুলিশ এসে যা যা পেল, লজ্জা-লজ্জা
: বহরমপুরের কদবেলতলা এলাকাতে মধুচক্রের আসরে হানা দিল বহরমপুর থানার পুলিশ। হানা দিয়েই উদ্ধার হল দু'জন মহিলা ও চার লক্ষ টাকা নগদ অর্থ। বহরমপুর শহরের কদবেলতলা এলাকাতেই বেশ কিছু দিন ধরেই এলাকায় অচেনা লোক আসছিল বলেই অভিযোগ। Photo -Representative
advertisement
2/6
ঘরের মধ্যেই চলছিল এই মধুচক্রের আসর। আর সেই মধুচক্রের আসরেই পুলিশ গোপন সুত্রে হানা দিয়ে পুলিশ দুইজন মহিলাকে আটক করে। এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। Photo -Representative
advertisement
3/6
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই নতুন নতুন অপরিচিত পুরুষ ও মহিলার আনাগোনা হচ্ছিল ওই বাড়িতে। Photo -Representative
advertisement
4/6
আশপাশের স্থানীয়রা এমন ঘটনার সঙ্গে মোটেও অভ্যস্ত নন। নিত্যনতুন এমন অপরিচিত পুরুষ ও মহিলার ওই বাড়িতে এ ভাবে ঢোকা বেশ দৃষ্টিকটূও লাগছিল প্রতিবেশীদের। Photo -Representative
advertisement
5/6
শহরের অভিজাত এলাকাতে সকলের চোখের সামনেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা। বর্তমানে এই মধুচক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে কীভাবে নিয়ে আসা হত ওই যুবতীদের তা জানতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন ধরে ওই হোটেলে নানা ধরনের মেয়েকে দেখা যেত। অনেক অচেনা লোকেরও যাতায়াত ছিল সেখানে। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই পুলিশকে জানানো হয়। তার ভিত্তিতে তল্লাশি হতেই আসল ঘটনা সামনে আসে। Photo -Representative
advertisement
6/6
স্থানীয় এক বাসিন্দা সুপ্রিয়া রায় বলেন, আমরা প্রায় দিন এই বাড়িতে নতুন নতুন অপরিচিত পুরুষ ও মহিলাদের আনাগোনা করতে দেখতাম। তখনই আমাদের সন্দেহ হয়, এখানে মধুচক্র চলছে। Photo -Representative  Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Crime News: ঘরে ঘরে এ কী কাজ চলছিল! তা বলে এই এলাকায় এই সব, পুলিশ এসে যা যা পেল, লজ্জা-লজ্জা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল