TRENDING:

Bardhaman: আবর্জনা ফেলা নিয়ে বড়সড় নিয়ম, একটু ভুল হলেই এবার ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! সাবধান

Last Updated:
Bardhaman Municipality- এবার যত্রতত্র আবর্জনা ফেললেই দিতে হবে মোটা টাকার জরিমানা। বারবার আবেদন নিবেদন করেও মিলছে না ফল। তাই এবার রীতিমতো নজিরবিহীন ঘোষণার পথে পা রাখল বর্ধমান পুরসভা।
advertisement
1/5
আবর্জনা ফেলা নিয়ে বড়সড় নিয়ম, একটু ভুল হলেই এবার ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা!
এবার যত্রতত্র আবর্জনা ফেললেই দিতে হবে মোটা টাকার জরিমানা। বারবার আবেদন নিবেদন করেও মিলছে না ফল। তাই এবার রীতিমতো নজিরবিহীন ঘোষণার পথে পা রাখল বর্ধমান পুরসভা। আর পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা শহর জুড়ে ফ্লেক্স দিয়ে ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের কথা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
আবর্জনা ফেলা নিয়ে বড়সড় নিয়ম, একটু ভুল হলেই এবার ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা!
অনেকেই প্লাস্টিক বা বাড়ির আবর্জনা যত্রতত্র ফেলে দিই, কিন্তু এবার পুরসভার চিহ্নিত করা জায়গা বা পুরসভার গাড়ি ছাড়া অন্য জায়গায় আবর্জনা ফেললে আপনাকে দিতে হতে পারে ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।
advertisement
3/5
বর্ধমান পুরসভার সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার তাপস মাকড় জানিয়েছেন, রাজ্য নগর উন্নয়ন সংস্থা, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং বর্ধমান পুরসভার উদ্যোগে এই নোটিশ দেওয়া হয়েছে। বর্ধমান শহর গর্বের শহর। বর্ধমান পৌরসভা লাগাতার এই শহরকে পরিচ্ছন্ন করার চেষ্টা করে চলেছে। শহরজুড়ে ১০৫টি ঢাকা দেওয়া ট্রলি শহরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। সেই সমস্ত ট্রলিতে নির্দিষ্ট আবর্জনা ফেলার জন্য জনসাধারণকে জানানো হয়েছে বারবার।
advertisement
4/5
তার পরও তাঁরা লক্ষ্য করছেন, ট্রলিতে আবর্জনা না ফেলে ট্রলির আশপাশে আবর্জনা ফেলা হচ্ছে। বিভিন্ন প্রতিকূলতাকে সামলে তাঁরা পৌর পরিষেবা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন। কোথাও কোথাও তাঁদের কিছুটা খামতি থাকতে পারে। সেই ব্যাপারেও তাঁরা নিজেদের শোধরানোর চেষ্টা করে চলেছেন। কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গাকে তাঁরা চিহ্নিত করেছেন যেখানে নাগরিকরা পৌরসভার আবেদনকে গুরুত্ব দিচ্ছেন না বা দিতে চাইছেন না। তাই এই জরিমানার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত পুরসভা এই ব্যাপারে কোনও জরিমানা আদায় না করলেও আগামিদিনে এই ব্যাপারে আইন মোতাবেক জরিমানা আদায়ের পথেই পৌরসভা পা বাড়াবে। উল্লেখ্য, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ইতিমধ্যেই একাধিক মার্কেট কমপ্লেক্সে গিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও শহরকে পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়েছেন। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman: আবর্জনা ফেলা নিয়ে বড়সড় নিয়ম, একটু ভুল হলেই এবার ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল