TRENDING:

Weather Alert for Rain: ঝকঝকে নীল আকাশ হঠাৎই ঢাকছে মেঘে, ফের ধেয়ে আসছে বৃষ্টির অশনি, আবহাওয়ার ফের বড়সড় পালটি

Last Updated:
Weather Alert for Rain: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরে! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বুধ থেকে শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতল শিলিগুড়িতে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। তবে তা হবে হালকা এবং বিক্ষিপ্ত।
advertisement
1/5
ঝকঝকে নীল আকাশ হঠাৎই ঢাকছে মেঘে, ফের ধেয়ে আসছে বৃষ্টির অশনি,আবহাওয়ার ফের পালটি
: বেশ কয়েকদিন দারুণ আবহাওয়া, ঝকঝকে নীল আকাশ, হালকা হালকা তাপমাত্রার পতন, কিন্তু এই আবহাওয়াতে হঠাৎই বড়সড় চেঞ্জ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরে। আসলে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের সঙ্গে মেঘের অনুপ্রবেশ ঘটে থাকে। আকাশে মেঘের উপস্থিতিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। বৃষ্টি শেষ হলেই মেঘমুক্ত আকাশের জন্য ফের তাপমাত্রার পতন ঘটবে, বলছেন আবহবিদরা।
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবারই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়ে যাবে সিকিম পাহাড় ও সংলগ্ন এলাকায়। যার পরোক্ষ প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যে সিকিমের নাথু লা, ছাঙ্গু, মুগুথাং, লাচেন, লাচুংয়ের মতো জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও জারি রয়েছে৷
advertisement
3/5
উল্লেখ্য, পুজোর আগেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দু'দফায় তুষারপাত ঘটেছে সিকিমে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে উত্তর সিকিম বিধ্বস্ত হওয়ায় প্রকৃতির এই উপহার হাত পেতে নিতে পারেননি পর্যটকরা। এবারও ‘শূন্য পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা প্রবল।
advertisement
4/5
কিন্তু দার্জিলিং? আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, “টাইগার হিল, সান্দাকফুর মতো জায়গাগুলিতে তুষারপাতের ক্ষেত্রে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রয়োজন হয়। এবারের ঝঞ্ঝাটি কতটা শক্তিশালী, সেটা আগাম বলা যাচ্ছে না। তবে কিছুটা আভাস মিলতে পারে বুধবার। এরপরেই বোঝা যাবে দার্জিলিং পাহাড়ে তুষারপাত এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের বিষয়টি।'’
advertisement
5/5
আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী, বুধ থেকে শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতল শিলিগুড়িতে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। তবে তা হবে হালকা এবং বিক্ষিপ্ত। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Weather Alert for Rain: ঝকঝকে নীল আকাশ হঠাৎই ঢাকছে মেঘে, ফের ধেয়ে আসছে বৃষ্টির অশনি, আবহাওয়ার ফের বড়সড় পালটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল