TRENDING:

Rain Updates: পাহাড় বেড়াতে যাচ্ছেন? আগে জেনে নিন কোথায় কখন কতটা বৃষ্টি! ভাসবে বাংলা!

Last Updated:
Rain Updates: বেড়াতে যাওয়ার আগে জেনে নিতে হবে বৃষ্টির খবর!
advertisement
1/5
পাহাড় বেড়াতে যাচ্ছেন? আগে জেনে নিন কোথায় কখন কতটা বৃষ্টি! ভাসবে বাংলা!
উত্তরে ৩০ জুলাই পর্যন্ত প্রবল বজ্ৰপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। (Repoted By: ANIRBAN ROY)
advertisement
2/5
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “উত্তরবঙ্গের পাহাড়- সমতলের প্রতিটি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই সময় চাষের মাঠে কর্মরত কৃষকদের সাবধানে থাকতে বলা হয়েছে।”(Repoted By: ANIRBAN ROY)
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রের খবর, আজকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘের আনাগোনা শহরে দেখা যাচ্ছে ফলে দিনের তাপমাত্রা অতটা বাড়তে পারেনি ।(Repoted By: ANIRBAN ROY)
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।(Repoted By: ANIRBAN ROY)
advertisement
5/5
এছাড়াও কালিম্পং, কোচবিহার এবং দুই দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হিতে পারে। বৃষ্টির সময় বজ্রপাতের যথেষ্ট সম্ভাবনা থাকবে। সতর্ক না হলে সেটাই বিপদের কারণ হবে।(Repoted By: ANIRBAN ROY)
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Rain Updates: পাহাড় বেড়াতে যাচ্ছেন? আগে জেনে নিন কোথায় কখন কতটা বৃষ্টি! ভাসবে বাংলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল