Darjeeling-Sikkim Snowfall|| দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভবনা, আজ মরশুমের শীতলতম দিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Darjeeling-Sikkim may witness snowfall: আগামী ৩১ তারিখ পর্যন্ত দার্জিলিং -সিকিমে তুষারপাত সম্ভবনা। বছর শেষ হতে চললেও সেই রকমভাবে শীতের দেখা মেলেনি উত্তরে। ফলে এবছর সেইভাবে শীত উপভোগ করতে পারেননি উত্তরের বাসিন্দারা ।
advertisement
1/8

*আগামী ৩১ তারিখ পর্যন্ত দার্জিলিং -সিকিমে তুষারপাত সম্ভবনা। ডিসেম্বর শেষ হতে মাত্র আর কয়েকটা দিন। কিন্তু এতদিন ধরে সেই রকমভাবে শীতের দেখা মেলেনি উত্তরে। ফলে এ বছর এখনও সেইভাবে শীত উপভোগ করতে পারেননি উত্তরের বাসিন্দারা। প্রতিবেদনঃ অনির্বাণ রায়।
advertisement
2/8
*আর হতাশা নয়। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়তে চলছে শীত। যার সূচনা ছিল আজই। এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন আজ, জানিয়েছে আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
3/8
*সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, দার্জিলিং ও সিকিমের বেশ কিছু উঁচু জায়গায় তুষারপাত শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর সিকিমের লাচুং, লাচেন এবং দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
4/8
*এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় হালকা-মাঝারি কুয়াশা থাকতে পারে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
5/8
*আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘের আনাগোনা শহরে দেখা যাচ্ছে ফলে দিনের তাপমাত্রা অতটা বাড়তে পারেনি। ফলে দিনের বেলাও শীতের আমেজ পাওয়া গিয়েছে। ফাইল ছবি।
advertisement
6/8
*রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ২ ডিগ্রি নিচে নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়া দফতর। তবে দিনের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টা পর আসতে আসতে ফের বাড়তে শুরু করবে। ফাইল ছবি।
advertisement
7/8
*যদিও সিকিম এবং দার্জিলিংয়ের প্রচুর স্থানগুলিতে তুষারপাত এখনও চলছে। তবে মনে করা হচ্ছে ৩১ তারিখ পর্যন্ত লাগাতার তুষারপাত হবে দার্জিলিং এবং সিকিমের উপরিভাগে। ফাইল ছবি।
advertisement
8/8
*উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার কোচবিহার-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া দফতর। ফাইল ছবি।