TRENDING:

Puja travel: চটকপুরের চটকে মজুন, অপরূপা কাঞ্চনজঙ্ঘা এখানে একেবারে ঝিকমিক করবে

Last Updated:
এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়।এছাড়া আপার চটকপুরের প্রায় প্রতিটি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে।
advertisement
1/5
চটকপুরের চটকে মজুন, অপরূপা কাঞ্চনজঙ্ঘা এখানে একেবারে ঝিকমিক করবে
দার্জিলিং জেলার উচ্চতম গ্রাম গুলির মধ্যে অন্যতম হল চটকপুর (উচ্চতা ৭৮৮৭ ফুট)।সিঞ্চল অভয়ারণ্যের অন্তর্গত সবুজে মোড়া এই গ্রাম। বহু চেনা জায়গার মধ্যে চটকপুর হল একটি অফবিট জায়গা। যেখানে গেলে আপনি প্রকৃতিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। যদি আপনি একান্তে সময় কাটাতে চান তাহলে চটকপুর আপনার জন্য সবথেকে শ্রেষ্ঠ জায়গা। (অনির্বাণ রায়)
advertisement
2/5
এখানে কোনরকম শহরে কোলাহল নেই। যদি টাইগার হিল দেখার ইচ্ছা থাকে তাহলে অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যেতে পারেন সেখানে। তবে অবশ্যই সাথে গাইড নেবেন। অনেক উঁচুতে হওয়ায় চটকপুরের আবহাওয়া খুবই ভাল।
advertisement
3/5
চটকপুরে একটি ভিউ পয়েন্ট রয়েছে।এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়।এছাড়া আপার চটকপুরের প্রায় প্রতিটি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে।জঙ্গলের মধ্যেই রয়েছে একটি পোখরি বা লেক। স্থানীয় মানুষজনের কাছে এটি একটি পবিত্র জলাশয়।
advertisement
4/5
কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে অভয়ারণ্যের মধ্য দিয়ে ১০ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে চটকপুর।
advertisement
5/5
এখানে রাত কাটাতে গেলে অবশ্যই আপনাকে হোমস্টেতে থাকতে হবে। হোমস্টের ব্যবস্থাও খুব উন্নত ও ভাল। খাওয়া-দাওয়ার জন্য হোমস্টেগুলোতেই ব্যবস্থা আছে তাছাড়াও ছোটখাটো বেশ কয়েকটি ভাল মানের হোটেল এখানে রয়েছে।
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Puja travel: চটকপুরের চটকে মজুন, অপরূপা কাঞ্চনজঙ্ঘা এখানে একেবারে ঝিকমিক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল