TRENDING:

Weather Update: দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি, বঞ্চিত এই জেলা, গরমে নাজেহাল সকলে

Last Updated:
Weather Update: সোমবার থেকেই হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে পুরুলিয়া জেলায়। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে গোটা জেলায়।
advertisement
1/7
দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি, বঞ্চিত এই জেলা, গরমে নাজেহাল সকলে
পুরুলিয়া: অবশেষে পশ্চিমবঙ্গের প্রবেশ করছে বৃষ্টি। উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার-সহ আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
2/7
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বন্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সোমবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে দেখা যায় । মঙ্গলবার থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
advertisement
3/7
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর , দক্ষিণ চব্বিশ পরগনা , বীরভূম , মুর্শিদাবাদ জেলায়। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২১-এ জুনের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
4/7
পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে আরও কিছু দিন বিগত কিছু দিনের তুলনায় পুরুলিয়া কিছুটা হলেও কমেছে তাপমাত্রা।
advertisement
5/7
সোমবার থেকেই হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে পুরুলিয়া জেলায়। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে গোটা জেলায়। মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
6/7
এই মুহূর্তেই তাপমাত্রার পারদ পুরোপুরি কমবে না দক্ষিণবঙ্গে। তাই পুরুলিয়া জেলাতেও প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না। অন্যান্য জেলায় বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কম হতে পারে পুরুলিয়ায়।
advertisement
7/7
দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। দেরিতে হলেও প্রবেশ করছে বর্ষা। উত্তরবঙ্গের জেলাগুলি প্রবল বর্ষণে ফলে স্বস্তি পেয়েছে তবে দক্ষিণবঙ্গের মানুষেরা খুব শীঘ্রই স্বস্তির দিন দেখতে পাবে। তথ্য: শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Weather Update: দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি, বঞ্চিত এই জেলা, গরমে নাজেহাল সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল