World Emoji Day 2022: বাতকর্ম ভেবে পাঠাচ্ছেন এই ইমোজি? শিস ভেবে পাঠাচ্ছেন চুমু! দেখে দিন এই ইমোজিগুলির আসল অর্থ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Most Misunderstood Emoji Meanings: ১৭ জুলাই, রবিবার বিশ্ব ইমোজি দিবসের আগে একটি সমীক্ষায় জানা গেছে ভারতীয়রা অধিকাংশ ইমোজির মানেই জানেন না!
advertisement
1/6

চ্যাটে প্রতিটি কথার সঙ্গে ইমোজি জুড়ে দিতে ভালো লাগে? অনেকসময় কথা না বলে স্রেফ ইমোটিকন দিয়েই বুঝিয়ে দেন কী বলতে চাইছেন? ১৭ জুলাই, রবিবার বিশ্ব ইমোজি দিবসের আগে একটি সমীক্ষায় জানা গেছে ভারতীয়রা অধিকাংশ ইমোজির মানেই জানেন না! প্রায় ৫৮ শতাংশ মানুষই জানিয়েছেন তাঁরা নির্দিষ্ট ইমোজিগুলির একাধিক অর্থ সম্বন্ধে জানেনই না।
advertisement
2/6
তিনটি সবচেয়ে বিভ্রান্তিকর ইমোজির মধ্যে রয়েছে চুমু, আইসক্রিম, হাত জোড় করে নমস্কার! অনেকেই ভাবেন এই ইমোজিটি বোধহয় শিস দেওয়ার। মোটেও না, আসলে চুমু বোঝাতেই এই ইমোজিটি তৈরি করা হয়েছিল। ভুল করে কাউকে পাঠিয়ে দেওয়ার আগে অর্থ জেনে নিলে রক্ষা পাবেন।
advertisement
3/6
হাত জোড় করার এই ইমোজিকে অনেকেই নমস্কার বা ধন্যবাদ, কৃতজ্ঞতা অর্থে ব্যবহার করেন। আসলে এটি কিন্তু হাই-ফাইভ! এবার থেকে শুধরে নিতে পারেন।
advertisement
4/6
আইসক্রিমের মাথায় চোখওয়ালা এই ইমোজিটিকে অনেকেই মলত্যাগ হিসেবে ব্যবহার করেন। একেবারেই না। ‘পটি’ নয়, আইসক্রিমের মাথার উপরের অংশ বোঝাতেই এই ইমোজির ব্যবহার। সাংঘাতিক গুলিয়ে ফেলেছেন এর অর্থ অনেকেই।
advertisement
5/6
প্রায়শই বাতকর্ম হিসাবে এই ইমোজির ভুল ব্যাখ্যা করা হয়। আসলে এই ইমোজিটি কোনও ব্যক্তি বা গাড়ির দ্রুত কোথাও ধেয়ে যাচ্ছে বোঝাতে ব্যবফার করা হয়। তাড়াহুড়ো বোঝাতে এই ইমোজির ব্যবহার হয়।
advertisement
6/6
ছিল ফল, হয়ে গেল নিতম্ব! পিচ ফলের অন্য কোনও মানে নেই, কিন্তু অনেকেই নিতম্ব বোঝাতে এই ইমোজি ব্যবহার করেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World Emoji Day 2022: বাতকর্ম ভেবে পাঠাচ্ছেন এই ইমোজি? শিস ভেবে পাঠাচ্ছেন চুমু! দেখে দিন এই ইমোজিগুলির আসল অর্থ